ডাকসুর এই নির্বাচনের মাধ্যমে জুলাই ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র ভিপিপ্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ভোটারদের বলবো, আপনারা কেন্দ্রে আসেন, পছন্দের প্রার্থীকে ভোট দিন। এখানে আমরা যারা নির্বাচন করছি, সবাই আমরা জুলাইয়ে সহযোদ্ধা ছিলাম। আমরা আশা করছি, সবাই দায়িত্বশীল আচরণ করবে। এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে।
নির্বাচনের দায়িত্বশীল শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বিশেষ কোনো ব্যক্তিকে ফেভার (সুবিধা) দেওয়া, এর মাধ্যমে ছাত্র বনাম শিক্ষক এই ধরনের কোনো পজিশন তৈরি হোক সেটি আমরা চাই না। আমরা আশা রাখবো, শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে। এর মাধ্যমে আমরা জুলাই ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বিজয়ী করবো।
আমার বার্তা/জেএইচ