যশোরের শার্শার নাভারণে বিএনপির বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই মিছিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি নাভারণ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এলাকাবাসীর হাতে হাতে লিফলেট বিতরণ করে ৩১ দফার গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, আহম্মদ আলী শাহিন, আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্ঠু ও আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, শার্শা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন
আরো উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন, আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।