ই-পেপার শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

বাংলাদেশের শেষ মুহূর্তের হার লিটন-রিশাদদের হৃদয়ে আঘাত করেছে

আমার বার্তা অনলাইন
১০ অক্টোবর ২০২৫, ১১:৩২

শমিত শোম গোল করার পর বাংলাদেশ দলের কী বাঁধভাঙা উচ্ছ্বাস। হামজা চৌধুরী, শমিত শোমদের উল্লাসে শামিল হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরাও। কিন্তু মুহূর্তেই সেটা বিষাদে পরিণত হয়। শেষ মুহূর্তে হেরে যাওয়ায় হতাশ দেশের ক্রিকেটাররাও।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচটা রোমাঞ্চকর হয়েছে শেষ মুহূর্তে এসে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিটে শমিতের গোলে ৩-৩ সমতায় ফেরে বাংলাদেশ। আর কিছুক্ষণ কোনো মতে কাটিয়ে দিতে পারলেই ম্যাচ ড্র। কিন্তু নির্ধারিত সময়ের পর ১০ মিনিটে জয়সূচক গোল করেন হংকং ফরোয়ার্ড রাফায়েল মার্কিস। ৪-৩ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরী-শমিতদের।

৪-৩ গোলে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরা। লিটন দাস নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘মাথা উঁচু রাখো হামজা চৌধুরী। শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরে যাওয়া আসলেই হৃদয়বিদারক। তবে তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছ। সামনে হবে আশা করি। তোমাদের খেলা দেখে গর্বিত।’ ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে হামজা বসে পড়েন মাঠে। তাঁর চোখ থেকে অঝোরে ঝরতে থাকে অশ্রু। অশ্রুসিক্ত এই হামজার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন রিশাদ হোসেন। রিশাদ লিখেছেন, ‘শেষ মুহূর্তের গোলটা যেন হৃদয়ে ছুরির মতো বিঁধল। কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা ছিল বুকভরা গর্বের।’

হামজার কান্নাভেজা চেহারার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন তাসকিন আহমেদও। তাসকিন লিখেছেন, ‘সামনে ভালো দিন আসছে। ইতিবাচক থেকো আর মাথা উঁচু রাখো।’ ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল ১৩ মিনিটে হামজার ফ্রি-কিক থেকে করা গোলের পর দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। পরে শেখ মোরসালিন, শমিতের গোলেও ছিল হর্ষধ্বনি। তবে রাফায়েল মার্কিসের হ্যাটট্রিকে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। বাংলাদেশের এক সমর্থকের কান্নার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নুরুল হাসান সোহান পোস্ট করেছেন। সোহান লিখেছেন, ‘আমরা হয়তো ম্যাচটা হেরে গেছি। কিন্তু যে স্পিরিট দেখা গেছে, সেটা অসাধারণ। তোমাদের জন্য গর্ব হচ্ছে বাংলাদেশ।’

বাংলাদেশ গতকাল ৪-৩ গোলে হারের পর অনেকে ১৩ বছরের পুরোনো হৃদয়বিদারক স্মৃতি সামনে এনেছেন। ২০১২ সালে মিরপুরে পাকিস্তানের কাছে ২ রানে হেরে এশিয়া কাপ খুইয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা তখন অঝোরে কেঁদেছিলেন। ২০১২ এশিয়া কাপ ও গতকালের হামজাদের ছবি জোড়া লাগিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। জাতীয় স্টেডিয়ামে গতকাল মার্কিসের হ্যাটট্রিকের পাশাপাশি হংকংয়ের অপর গোল করেছেন এভারটন কামারগো।

এমন ভুল আর চলবে না, বলছেন বাংলাদেশ কোচএমন ভুল আর চলবে না, বলছেন বাংলাদেশ

হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!

দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে একসঙ্গে দেখা গেল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং মডেল মাহিকা শর্মাকে।

বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা

মেয়েদের চলমান ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য জয়ের আশা দেখে

মিসরের পর বিশ্বকাপে আলজেরিয়া, যে ২০ দলের টিকিট নিশ্চিত

একদিন আগেই আফ্রিকা মহাদেশ থেকে মিসরের ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিলেন মোহামেদ সালাহ। এবার তার

সাত গোলের থ্রিলারে হংকংয়ের কাছে হেরেই গেলো বাংলাদেশ

একটি-দুটি নয়, পুরো ম্যাচে হলো সাতটি গোল। হামজা চৌধুরীর গোলে এগিয়ে যাওয়ার পরও টান-টান উত্তেজনাপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট

ছুটির দিনে বাড়িতে বানান ডিমের খাঁচাপুরি

স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত : ট্রাম্প

মাছ-মাংসের বাজারে অদৃশ্য সিন্ডিকেট, মধ্যবিত্তের হাঁসফাঁস

হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!

প্রথমবারের মতো বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি হচ্ছে গাজায়

বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা

ঢাকায় থেমে থেমে বৃষ্টি, দুর্ভোগে পরীক্ষার্থী-শ্রমজীবী মানুষ

মন্দা মোকাবিলায় সাহসী বৈশ্বিক নীতির আহ্বান আইএমএফ প্রধানের

গুমের ঘটনায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে অগ্রগতি

বাংলাদেশের শেষ মুহূর্তের হার লিটন-রিশাদদের হৃদয়ে আঘাত করেছে

জুমার দিন সুগন্ধি ব্যবহারের ব্যাপারে হাদিসে যা এসেছে

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ওপর ড্রোন হামলার ষড়যন্ত্র, গ্রেফতার ৩

আগামী পাঁচ দিনে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

খতনা করা শিশুদের অটিজমের ঝুঁকি দ্বিগুণ, দাবি ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রীর

মিসরের পর বিশ্বকাপে আলজেরিয়া, যে ২০ দলের টিকিট নিশ্চিত

পাকিস্তানে সেনাবাহিনীর ওপর হামলার পর সাঁড়াশি অভিযান, ৩০ সন্ত্রাসী নিহত

লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে : প্রেস উইং