বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টি আইনে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৮১ রান তুলতে পারে সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
আয়ারল্যান্ডের শুরুটা অবশ্য বেশ ঝোড়োই হয়। প্রথম দুই ওভারে ৩২ রান তুলে ফেলে তারা। তৃতীয় ওভারে রানে লাগাম দেন তরুণ পেসার হাসান মাহমুদ। প্রথম তিন বল ডট, চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কারে তুলে নেন রস এডেয়ারকে।
পরের ওভারে তাসকিন আহমেদ আরও বিধ্বংসী। একে এক ৩ উইকেট তুলে নেন এই ওভারে। আয়ারল্যান্ড অবশ্য এরপরও চেষ্টা চালিয়েছে। তবে সেটা যথেষ্ট ছিল না। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ২০৭ রান করে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৪ বল বাকি থাকতে থামতে হয় বাংলাদেশকে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন রনি তালুকদার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে লিটন দাসের ব্যাট থেকে।
এবি/ জিয়া