নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। নেপিয়ারে প্রথম ম্যাচে জয়ের পর শেষ ম্যাচে হেরেছে নাজমুল শান্তর দল। প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে সিরিজ হারানোর সুযোগ হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে নিউজিল্যান্ড সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া শান্ত দলের ব্যাটিং নিয়ে আক্ষেপ করেছেন। বোলিং ভালো হলেও ব্যাটিং ভালো না হওয়াকে তিনি দলের বড় ভুল বলে অ্যাখ্যা দিয়েছেন।
শান্ত বলেছেন, ‘বোলাররা খুবই ভালো বোলিং করেছে। কিন্তু ব্যাটাররা রান করতে পারেনি। তারা ভালো শুরু পেয়েছিল। কিন্তু ইনিংস গভীরে নিতে পারেনি। এই ম্যাচে এটাই আমাদের ভুল।’
বাংলাদেশ ব্যাটিংয়ে সেই বিশ্বকাপ থেকে ধুঁকছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে, নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজেও ব্যাটিংয়ে ভালো করেনি হাথুরুসিংহের দল।