ই-পেপার বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

টি-২০ তে ৫১৭ রান ও ৩৫ ছক্কার বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১৩:০৪

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জিতল দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নে রোববার ব্যাটিং সহায়ক উইকেটে দুই দলই মেতে উঠল রানের মহোৎসবে।

প্রথমে ৩৯ বলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড পুঁজি এনে দেন জনসন চার্লস। ক্যারিবীয়রা ২৫৮ রানের পাহাড়সম পুঁজি পায়। কুইন্টন ডি কক জবাব দিলেন ৪৩ বলে সেঞ্চুরি করে।

সেঞ্চুরিয়নে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় ৬ উইকেটে। ২৫৯ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৭ বল বাকি থাকতেই। এর মধ্য দিয়ে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা।

২০ ওভারি সংস্করণে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার জয় ছিল আগের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৯ বলে দ্রুততম সেঞ্চুরিতে ৪৬ বলে ১১ ছক্কা ও ১০ চারে ১১৮ রান করেন চার্লস। সঙ্গে কাইল মেয়ার্সের ২৭ বলে ৫১ ও রোমারিও শেফার্ডের ১৮ বলে অপরাজিত ৪১ রানের সুবাদে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবিয়ানদের ইনিংসের ২২ ছক্কা টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ২২ ছক্কা মেরেছিল আফগানিস্তানও।

জবাবে ডি কক ও রিজা হেনড্রিকসের ৬৫ বলে ১৫২ রানের উদ্বোধনী জুটিই মূলত কমিয়ে দেয় ব্যবধান।

৪৪ বলে ৮ ছক্কা ও ৯ চারে ১০০ রান করে ম্যাচের সেরা ডি কক। হেনড্রিকস ২৮ বলে ১১ চার ও ২ ছক্কায় করেন ৬৮ রান।

ম্যাচে দুই দল মিলিয়ে রান হয়েছে ৫১৭, টি-২০ ম্যাচে যা সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে কিছুদিন আগে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতান্স ম্যাচের ৫১৫ রান।

এই ম্যাচের ৩৫ ছক্কাও রেকর্ড। গত বছর বুলগেরিয়া-সার্বিয়া ম্যাচের ৩৩ ছক্কা ছিল আগের সর্বোচ্চ।

সুপারস্পোর্ট পার্কে বড় লক্ষ্য তাড়ায় আকিল হোসেনের প্রথম দুই বলে দুই চার মেরে শুরু করেন ডি কক। পরের ওভারে শেলডন কটরেলকে তিন ছক্কার সঙ্গে মারেন দুটি চার, এই ওভারে আসে ২৯ রান।

ডি কক ফিফটি পূর্ণ করেন ১৫ বলে, দক্ষিণ আফ্রিকার হয়ে যা দ্রুততম, আগের রেকর্ডটিও ছিল তার, ১৭ বলে।

প্রথম পূর্ণ সদস্য দল হিসেবে পাওয়ার প্লেতে একশ রান তোলার কীর্তি গড়ে দক্ষিণ আফ্রিকা। ডি ককের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ হয়ে যায় একাদশ ওভারে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২৫৮/৫ (কিং ১, মেয়ার্স ৫১, চার্লস ১১৮, পুরান ২, পাওয়েল ২৮, শেফার্ড ৪১*, স্মিথ ১১*; পার্নেল ৪-০-৪৩-২, মারক্রাম ২-০-২২-০, রাবাদা ৪-০-৩৯-০, ইয়ানসেন ৪-০-৫২-৩, মাগালা ৪-০-৬৭-০, শামসি ২-০-৩৩-০)

দক্ষিণ আফ্রিকা: ১৮.৫ ওভারে ২৫৯/৪ (ডি কক ১০০, হেনড্রিকস ৬৮, রুশো ১৬, মিলার ১০, মারক্রাম ৩৮*, ক্লসেন ১৬*; আকিল ২-০-৩৩-০, কটরেল ১-০-২৯-০, হোল্ডার ৪-০-৪৮-১, শেফার্ড ৩.৫-০-৪৪-০, স্মিথ ২-০-৩৬-১, রিফার ৪-০-৪২-১, পাওয়েল ২-০-২৭-১)

এবি/ জিয়া

শেষ ম্যাচের ব্যাটিং নিয়ে আক্ষেপ শান্তর 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। নেপিয়ারে প্রথম ম্যাচে জয়ের

সিরিজ সেরা হলেন শরিফুল

নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন বাঁ-হাতি তরুণ পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে জয়ের

ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে নাহিদা

বল হাতে দারুণ একটা বছর কাটিয়েছে বাংলাদেশ। দলের এই সাফল্যে মুখ্য ভূমিকা রেখেছেন স্পিনার নাহিদা

নটিংহ্যামের কাছেও হারলো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯টি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলের শীর্ষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু