চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে লাঁসের বিপক্ষে কাল মাঠে নেমেছিল আর্সেনাল। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে নকআউট পর্ব নিশ্চিতের লড়াইয়ে কাল যেখানে এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছেড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল ম্যানচেস্টার ইউনাইটেড সেখানে আর্সেনাল পেয়েছে বিশাল এক জয়। শেষ ষোলোয় ওঠতে মাইকেল আর্তেতার দলের প্রয়োজন ছিল ড্র, সেখানে গ্যাব্রিয়েল জেসুসরা শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ৬-০ গোলের বিশাল এক জয় নিয়ে।
প্রথম লেগে লাঁসের বিপক্ষে ম্যাচে হেরেছিল আর্সেনাল। তারই প্রতিশোধ যেন কাল নিয়েছেন বুকায়ো সাকারা। সেই সাথে গড়েছেন ইতিহাস। নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলতে নেমে ১৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। এরপর বিরতিতে যাওয়ার আগে একে একে আরও চার গোল পেয়েছে আর্তেতার দল। তাতেই হয়েছে ইতিহাস।
প্রথমার্ধে আর্সেনালের দেয়া ৫ গোলের সবকটিই করেছেন ৫ জন ভিন্ন ফুটবলার। ১৩ মিনিটে প্রথম গোলটি আসে কাই হ্যাভার্টজের পা থেকে, এরপর একে একে গোল করেছেন জেসুস, সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি এবং মার্টিন ওডেগার্ড। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম কোনো দলের ৫ জন ফুটবলার প্রথমার্ধেই গোলের দেখা পেয়েছেন।
এদিকে ৫ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর আর্সেনাল শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ৬-০ গোলের জয় নিয়ে। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে ষষ্ঠ গোলটি করেন জর্জিনহো। বিশাল এই জয়ে ৫ ম্যাচে গানার্সদের পয়েন্ট ১২। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্ব নিশ্চিত করেছে আর্তেতার দল।
আমার বার্তা/জেএইচ