মিরপুরে নিউজিল্যান্ড-বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি লড়ছেন। প্রথম ম্যাচের সফল বলার মুস্তাফিজুর রহমান শুরুতেই কিউই দুই ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন। মুস্তাফিজের পরে নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটটি পান খালেদ আহমেদ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেটে ৯৮ রান।
এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে দু’দলই।
দলে দুটি পরিবর্তনের কথা জানালেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। চোটের কারণে এই ম্যাচে নেই তানজিম হাসান সাকিব। তার জায়গায় ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে খালেদ আহমেদের। নুরুল হাসান সোহানের জায়গায় এসেছেন হাসান মাহমুদ। আগের ম্যাচে ৪ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামলেও আজ বাংলাদেশ খেলছে ৫ জনকে নিয়েই।
তবে, একই একাদশ নিয়ে নামছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
এবি/ জেডআর