২০২৪ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে দারুণ ছন্দে রয়েছে পর্তুগাল। এখন পর্যন্ত ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পর্তুগিজরা। সেই ধারাবাহিকতায় সোমবার রাতে মাঠে নামবেন ব্রুনো ফার্নান্দেজরা-গঞ্জালো রামোসরা।
এখন পর্যন্ত ১৩ বার পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেছে লুক্সেমবার্গ। প্রতিটিতেই হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে তারা। এরমধ্যে পর্তুগালের ঘরের মাঠে ছিল ছয়টি ম্যাচ।
তবে দুঃসংবাদ হলো নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে খেলা হচ্ছে না পর্তুগালের প্রাণভোমরা রোনালদোর। গত শুক্রবার রাতে তেহেলনে পোল স্টেডিয়ামে স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পায় পর্তুগাল। দলের জয়ে একমাত্র গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ।
সেই ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে বুট দিয়ে আঘাত করে হলুদ কার্ড দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্লোভাকিয়ার ম্যাচের আগে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেন রোনালদো। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন আল নাসর তারকা।
রোনালদোবিহীন পর্তুগালকে আজ ভালোই পরীক্ষা দিতে হবে। ইউরো বাছাইয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লুক্সেমবার্গ। সবশেষ তিন ম্যাচে টানা জয় পেলেও মার্চের শেষের দিকে কোয়ালিফায়ারে রোনালদোদের কাছে ৬-০ ব্যবধানে হারে লুক হোল্টজের দল।
এ পর্যন্ত ১৩ বার পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেছে লুক্সেমবার্গ। প্রতিটিতেই হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে তারা। এর মধ্যে পর্তুগালের ঘরের মাঠে ছিল ছয়টি ম্যাচ।
আজকের ম্যাচে রোনালদো ছাড়া পর্তুগালের শুরুর একাদশে তেমন কোন পরবির্তন করছেন না মার্তিনেজ। রোনালদোর অনুপস্থিতিতে আক্রমন ভাগের নেতৃত্ব দেবেন স্ট্রাইকার গঞ্জালো রামোস। ইনজুরির শঙ্কা নেই লুক্সেমবার্গ শিবিরে। পর্তুগালের বিপক্ষে পূর্ণ-শক্তির দল নিয়েই মাঠে নামবে তারা।
এবি/আরআই