ই-পেপার সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

৩২৯ টেকনিক্যাল স্কুল নির্মাণে বছরে সনদ পাবে ৩ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী

প্রকল্পের মেয়াদ বাড়ছে ৩ বছর
অনক আলী হোসেন শাহিদী:
১৩ জুলাই ২০২৫, ১৯:৪৭

“কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে দেশে শিল্পের বিপ্লব-তথা অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন সম্ভব। সম্ভব বেকারত্ব কমিয়ে আনা”- এই লক্ষ্যকে সামনে রেখে দেশের উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মিত হচ্ছে। উক্ত নির্মাণ কার্যক্রম শেষ হলে ৬ষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যায়ন শেষে বছরে ৩ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী-উচ্চ মাধ্যমিক সনদ পাবে। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ঘটবে।

“দেশব্যাপী কর্মমুখী শিক্ষাকে সমৃদ্ধ করার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে প্রকল্পের মেয়াদ আরো ৩ বছর বাড়ানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। - ডঃ খ ম কবিরুল ইসলাম- সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রনালয় নিয়ন্ত্রানাধীন -কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কার্যক্রম অনুসন্ধান করে জানা যায়- কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে - উপজেলা পর্যায়ে ৩২৯ টি স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে সারা দেশে ৩২৯ টি -টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মানের উদ্যোগ গ্রহন করে। প্রকল্পটি ২০২০ সালের ২০ জানুযায়ী শুরু হয়ে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর শেষ হওয়ার কথা। কিন্তু প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও অন্যান্য কার্যক্রমে সমন্বিত প্রচেষ্টার ক্ষেত্রে নানা জটিলতা তৈরী হওয়ার প্রকল্পের ইতিবাচক অগ্রগতি সম্ভব হয়নি। উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল ও কলেজ স্থাপন প্রকল্পের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার নতুন করে ২০২৫ সালের ২৪ এপ্রিল মোঃ শাখাওয়াত হোসেন নামের একজন প্রকল্প পরিচালক নিয়োগ দিয়েছেন। যুগ্ম সচিব পদ মর্যাদার ঐ প্রকল্প পরিচালক প্রকল্পের নানা দিক পর্যালোচনা করে সব কাজ দিক দ্রুত নিতে এগিয়ে কাজ করছেন। দেশের ৩২৯টি উপজেলায়- কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে- সরকারের এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগটি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন কি কি কাজ করছেন- নানা সূত্র থেকে সেই কাজের খোঁজ নেয়ার চেস্টা করেছি। প্রকল্পটির চলমান কাজ সর্ম্পকে সূত্রটি জানিয়েছে- প্রকল্প পরিচালক দায়িত্ব গ্রহনের পরে চলমান প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন উন্নয়ন কাজগুলো ও পরিদর্শন দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে উৎসাহিত করছেন। এর ফলে ৬টি প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ ইতোমধ্যে দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং ২৩ টি প্রতিষ্ঠানের ভূমি অধিগ্রহণের কাজ স¤পন্ন হয়েছে।

এ বিষয়ে প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট উপলোর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে-উপজেলার ভূমি অধিগ্রহন সংক্রান্ত বিষয়ে কাজ করছেন-যাতে দ্রুত ভূমি অধিগ্রহন কার্যক্রম শেষ করা যায়। এছাড়া যে সব অঞ্চলে ভূমি অধিগ্রহন শেষ হয়েছে - সে সব অঞ্চলে দ্রুত নির্মান কাজ শুরু করতে দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তর-জেলা কার্যালয়- দরপত্র আহবানও বাস্তবায়নের কাজ করছেন।-প্রকল্পটির ব্যায় ধরা হয়েছে ২০ হাজার ৫২৫ কোটি টাকা। এ প্রকল্পে গত ৩০ জুন-২০২৫ পর্যন্ত ব্যয় হয়েছে ১০৫ কোটি ৯৪ লাখ টাকা। উপজেলা পর্যায়ে ৩২৯ টি স্কুল ও কলেজ নির্মান প্রকল্পের ৩ টি পর্যায় রয়েছে। । এ পর্যায়গুলো হচ্ছে- ভূমি অধিগ্রহন, নির্মান কার্যক্রম ও আসবাবপত্র সরবরাহ । ধারাবাহিক ভাবে এ কার্যক্রম বাস্তবায়িত হবে। ইতোমধ্যে প্রকল্পটির জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্পের মেয়াদ জানুয়ারী-২০২৬ থেকে ৩ বছর বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডঃ খ ম কবিরুল ইসলাম- এই প্রতিনিধিকে দেয়া এই এক সাক্ষাৎকারে বলেন- “দেশব্যাপী কর্মমুখী শিক্ষাকে সমৃদ্ধ করার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে প্রকল্পের মেয়াদ আরো ৩ বছর বাড়ানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। প্রকল্পটির কার্যক্রম দ্রুত সম্প্রসারন স¤র্পকে সংশিষ্ট প্রকল্প পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন- এই প্রতিনিধিকে বলেন তিনি প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সম্ভব সবরকম প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

প্রকল্প এলাকার নানা সূত্র থেকে জানা যাচ্ছে- এ প্রকল্পে সারা দেশে ভূমি অধিগ্রহণের একই মূল্য ধরায় প্রকল্পের শর্ত অনুযায়ী ভূমি অধিগ্রহন কষ্টকর হচ্ছে। কারন এলাকার বানিজ্যিক ও বাস্তবিক গুরুত্ব অনুসারে ভূমির মূল্যের ব্যাপক পার্থক্য রয়েছে। কোন কোন অঞ্চলে ভূমির মূল্য একই থাকলেও অধিকাংশ অঞ্চলে ভূমির বাস্তব মূল্য অনেক বেশি হওয়ায় ভূমি অধিগ্রহন অনেকটা ধীর গতিতে চলছে। এ বাস্তব বিষয়টি বিবেচনায় আনতে সংশ্লিষ্ট এলাকাবাসী- শিক্ষা ও অর্থ মন্ত্রনালয়কে ভাবতে অনুরোধ করেছে।

আমার বার্তা/এমই

বাংলাদেশের পর্যটনে করণীয়

সরকারি-বেসরকারি সমন্বয়, নীতিগত সংস্কার ও বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা চাই বাংলাদেশের পর্যটন এক নতুন

শতবর্ষে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার প্রবাদ পুরুষ, আধুনিক মালয়েশিয়ার জনক, দুই বারে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ আজ

বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম,

এয়ার টিকেটের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ

আবদুস সালাম আরেফ, প্রেসিডেন্ট, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। তিনি বাংলাদেশের এভিয়েশন ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

৩২৯ টেকনিক্যাল স্কুল নির্মাণে বছরে সনদ পাবে ৩ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী

মানুষের ভাগ্য নির্ধারণের দায়িত্ব কমিশনগুলোকে কেউ দেয়নি: খসরু

কর্মস্থল থেকে উধাও পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: ফখরুল

ওয়েস্ট এন্ড হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেওয়াজ আলীকে সংবর্ধনা

উলফার ঘাঁটিতে ড্রোন হামলা: মিয়ানমারে ১৯ সদস্য নিহতের দাবি

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট

দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না সিএনজি চালকরা

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা করবে বাংলাদেশসহ ২০টির বেশি দেশ

৭ম দিনের এইচএসসি পরীক্ষায় ১৭ হাজার অনুপস্থিত, বহিষ্কার ১৮ জন

ডেঙ্গুজ্বরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ জন

ফের হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার শতবর্ষী মাহাথির মোহাম্মদ

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেরোবিতে সার্বিক নিরাপত্তা জোরদার

ইউরোপে যাওয়ার স্বপ্ন ভাঙল ২শ’ তরুণের

সুন্দরবনের বনকর্মীদের ওপর হামলা, আহত ২

চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা আনতে ইউআরসি বাধ্যতামূলক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫ পদে চাকরি