ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৯:১০

ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে সর্বাত্মক গণজোয়ার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে এলাকাবাসীকে ভোট দেওয়ার আবেদন জানান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা শুরু করার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হবে এমন আশাবাদ ব্যক্ত করে আবদুস সালাম বলেন, জনগণই এই নির্বাচনে তাদের ভোটের মাধ্যমে আগামী দিনে সরকার পরিচালনার দায়িত্ব নির্ধারণ করবে।

তিনি বলেন, দেশে এখনো গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি, সংকট কাটেনি। এখনো দু-একটি দল ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হতে পারে অথবা সুষ্ঠুভাবে না হয়। কেউ কেউ টাকার মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আবদুস সালাম বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আগামীতে এই দেশের গণতন্ত্র ফিরে আসবে, জনগণই ঠিক করবে এই দেশ কারা পরিচালনা করবে।

তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে গুলশান এলাকার মানুষ সৌভাগ্যবান, কারণ এই এলাকা থেকেই বিএনপির কর্ণধার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের বিপুল ভোটে তারেক রহমান নির্বাচিত হবেন এবং আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন।

তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, তিনি বলেছেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। সাধারণ মানুষ, বস্তিবাসী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, যুবক, ছাত্র, কৃষক ও শ্রমিক সবার জন্যই তার পরিকল্পনা রয়েছে।

তিনি এলাকার ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার মানুষকে আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষ প্রতীকে তারেক রহমানকে ভোট দেবেন, যাতে এই ভোটে দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ফিরে আসে।

প্রচারণা কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশনের দেওয়া নিয়ম মেনে প্রচারণা চালাবে এবং কোনো বিশৃঙ্খলা করবে না। তিনি দাবি করেন, দেশের সচেতন জনগণ আজ বিএনপির পক্ষে ও ধানের শীষের পক্ষে রায় দিতে প্রস্তুত।

আবদুস সালাম বলেন, যারা একদিকে আল্লাহর শাসনের কথা বলে আরেকদিকে ঘুষের কথা বলে, তারা জনগণকে বিভ্রান্ত করছে। আমরা ভালো নির্বাচনে বিশ্বাস করি। যতবার ভালো নির্বাচন হয়েছে, ততবার জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফেরার সময় কোটি কোটি মানুষ তাকে সাদর সম্ভাষণ জানিয়েছে, যা প্রমাণ করে জনগণ আগামী দিনেও তার ওপর আস্থা রাখবে।

তিনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ ও জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপির উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, মহিলা দলের সুলতানা, ইঞ্জিনিয়ার হানিফ,মমতাজ উদ্দিন ফকির, সাখাওয়াত হোসেন সেলিমসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

আমার বার্তা/এমই

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যাতে এই মানুষগুলো

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পড়ে

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা