কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে গুপ্তখালে পড়ে ডুবে যাওয়ার সময় ৫ পর্যটককে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলে ও জেলা প্রশাসনের বিচ কর্মীরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইনানী সমুদ্রসৈকতের উত্তরপাশে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া পর্যটকরা হলেন: মিজান (১৮), হাসান (১৮), সোহান (১৮), আরমান (১৮) ও রবিউল (১৮)। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা।
জেলা প্রশাসনের বিচ কর্মীরা জানায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে ইনানী সমুদ্রসৈকতে। কিন্তু সাগর উত্তাল তাই প্রতিনিয়ত সমুদ্রস্নান করার সময় নির্দেশনা মেনে চলার জন্য মাইকিং করা হচ্ছে। অনেক পর্যটক মানছেন আবার অনেক পর্যটক মানছেন না। হঠাৎ করে বেলা ১১টার দিকে ইনানী সমুদ্রসৈকতের উত্তর পাশে কয়েকজন যুবক গোসলে নামে। তাদের মাইকিং করে বলাও হয়েছে, পাশে গুপ্তখাল রয়েছে এবং নামতে নিষেধ করা হয়েছে। কিন্তু তারা গোসলে নেমে গুপ্তখালে পড়ে ডুবে যাচ্ছিল। এ সময় স্থানীয় জেলে ও বিচ কর্মীরা দ্রুত গিয়ে ৫ জন পর্যটককে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা খারাপ হওয়া স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। আর বাকি ৩ জন সুস্থ রয়েছে।
যেহেতু ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে, সাগরও উত্তাল। তাই বার বার মাইকিং করে পর্যটকদের সমুদ্রস্নানে সতর্ক করা হচ্ছে বলেও জানায় প্রশাসন।
আমার বার্তা/এল/এমই