ঝিনাইদহের শৈলকুপায় এক দুধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলা শহরের কবিরপুর রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রতাপ কুমার সরকার জানান, রাত ১টার দিকে ক্রিকেট খেলা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘরে খাবার খাওয়ার সময় একদল ডাকাত তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের থালা-বাসন লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতদের মুখে কালো কাপড় বাঁধা ছিল এবং তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে। দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাকিল আহম্মেদ বলেন, ‘ঘটনার পর রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
আমার বার্তা/এল/এমই