ই-পেপার শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, উপকূলজুড়ে জেলেদের দীর্ঘশ্বাস

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২

মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ খবরে উপকূলজুড়ে জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া।

ভরা মৌসুমেও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরে আশানুরূপ ইলিশের দেখা মিলছে না। প্রতিবছর এ সময়ে নদী-সাগরজুড়ে ইলিশের ছড়াছড়ি থাকলেও এবার জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত মাছ। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো জেলে পরিবার। নিষেধাজ্ঞার কারণে শুধু জেলেরাই নয়, ক্ষতির মুখে পড়বেন আড়তদার, ব্যবসায়ী এবং স্থানীয় বাজারের মাছ বিক্রেতারাও। অনেকেই পেশা পরিবর্তনের কথাও ভাবছেন।

স্থানীয় জেলেরা বলছেন, সাগরে বা নদীতে ইলিশ থাকলেও আগের মতো আর ধরা পড়ছে না। সম্প্রতি কিছু সময় মাছ পেলেও নিষেধাজ্ঞার খবরে আবারও তাঁরা হতাশ। গত বছর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১২ অক্টোবর থেকে, কিন্তু এ বছর তা এগিয়ে আনা হয়েছে ৩ অক্টোবর থেকে। ফলে সংশ্লিষ্টরা তারিখ পুনর্বিবেচনার দাবি তুলেছেন।

হাতিয়ার বিভিন্ন ঘাট থেকে প্রতিদিন হাজারো জেলে নদী ও সাগরে মাছ ধরতে গেলেও অনেক সময় খালি জাল টেনে ফিরতে হচ্ছে। যেসব নৌকায় অল্প ইলিশ ধরা পড়ছে, তা দিয়ে শ্রমিকের মজুরি ও জ্বালানির খরচই মেটানো সম্ভব হচ্ছে না। এতে চরম অর্থকষ্টে পড়েছেন জেলেরা। বাজারেও ইলিশের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে হু-হু করে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল আসাদ বলেন, উপকূলীয় অঞ্চলে হাজারো জাল, বিশেষ করে নিষিদ্ধ কারেন্ট, মশারি ও ফাঁদ জালের কারণে ইলিশ ঝাঁক বেঁধে ওপরে উঠতে পারে না। ফলে আগের মতো মাছ ধরা যাচ্ছে না।

মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ দ্বীন ইসলাম মাঝি বলেন, পরিবার চালানো এখন ভীষণ কষ্টকর হয়ে গেছে। শুধু জেলেরাই নয়, কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরাও। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় ব্যবসায়ী, আড়তদার এবং স্থানীয় বাজারের বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক আড়তদার ঋণ করে নৌকা ও জাল কিনেছিলেন, এখন ঋণ শোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে অনেকে পেশা পরিবর্তনের কথা ভাবছেন।

চেয়ারম্যান ঘাটের আল্লার দান মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. আকবর হোসেন বলেন, ভরা মৌসুমেও ইলিশের আকাল জেলেদের জীবনে বড় কষ্ট ডেকে এনেছে। জেলে, ব্যবসায়ী, আড়তদার ও শ্রমিক সবাই ঋণের বোঝায় জর্জরিত। কেউ কেউ ব্যবসা ছেড়ে দিচ্ছেন, অন্য পেশায় যুক্ত হচ্ছেন। কিছু ইলিশ যখন ধরা পড়া শুরু হয় তখনই সরকার নিষেধাজ্ঞা দেয়। আমরা চাই তারিখ পুনর্নির্ধারণ করা হোক এবং ভারত ও বাংলাদেশ একই সময়ে নিষেধাজ্ঞা জারি করুক। নইলে তারা আমাদের এলাকায় এসে মাছ ধরে নিয়ে যায়, আমরা ক্ষতিগ্রস্ত হই।

হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, ডুবোচর, প্রতিকূল আবহাওয়া, অতিরিক্ত মাছ শিকার এবং পরিবেশগত পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন ও মজুদে প্রভাব পড়তে পারে। সরকার সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই মা ইলিশ রক্ষায় এই নিষেধাজ্ঞা দিয়েছে। আশা করি এটি সঠিকভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে নদী ও সাগরে বড় ইলিশের প্রাচুর্য বাড়বে। তখন জেলেরা আরও বেশি মাছ ধরতে পারবেন, যা তাঁদের জীবনে স্বস্তি আনবে।

আমার বার্তা/এমই

ইনানী সৈকতে গুপ্তখালে ডুবে যাওয়ার সময় ৫ পর্যটককে উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে গুপ্তখালে পড়ে ডুবে যাওয়ার সময় ৫ পর্যটককে জীবিত উদ্ধার করেছে

গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গোপালগঞ্জে

গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ জামায়েত ইসলামী, উপজেলা শাখা উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি

মাদারীপুরের শিবচরে বৃদ্ধাকে গলাকেটে হত্যা, যুবক গ্রেফতার

মাদারীপুরের শিবচরে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন শিল্পের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে

অভিবাসন নিয়ন্ত্রণে বাধ্যতামূলক ডিজিটাল আইডি চালু করছে যুক্তরাজ্য

ইনানী সৈকতে গুপ্তখালে ডুবে যাওয়ার সময় ৫ পর্যটককে উদ্ধার

নিষেধাজ্ঞা দিলে জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল, সতর্কবার্তা ইরানের

গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত

এফবিসিসিআই নির্বাচন নিয়ে গুলশান ক্লাবে প্রস্তুতি সভা

মাদারীপুরের শিবচরে বৃদ্ধাকে গলাকেটে হত্যা, যুবক গ্রেফতার

অক্টোবর মাসেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের কাজ শুরু

কসোভোর রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

রংপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ নিহত তিন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ যানজট

মাগুরায় বিনোদপুর থেকে টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

ফরিদপুরের কুমারনদে ভেসে উঠলো শিশুর নিথর দেহ

সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লক্ষ্মীপুরে ফজরের নামাজের জন্য ঘরে ঢুকতেই কুপিয়ে হত্যা

কেউ কেউ নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন: জোনায়েদ সাকি

নেত্রকোনার বাজারগুলোতে আগাম শীতকালীন সবজির আগমন

ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার পথে হাঁটছে উয়েফা