ফজরের নামাজের জন্য ঘরে ঢুকতেই রাশেদাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরে বসতঘরে ঢুকে রাশেদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী ইমন হোসেন নামে এক যুবক।
এ ঘটনায় নিহতের ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্ত ইমনের বসতঘর ভাঙচুর করেছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ইমনকে মৃত রাশেদা বেগমের ঘর থেকে আটক করে হেফাজতে নিয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন হাব্বি উল্লাহ্ কেরানি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম মৃত মোবারক হোসেনের স্ত্রী এবং ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী। তার একমাত্র ছেলে নৌবাহিনীতে কর্মরত থাকায় বাড়িতে তিনি একাই বসবাস করতেন। অভিযুক্ত ইমন পাশের মিঝি বাড়ির সেলিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফজরের নামাজের জন্য ওজু করতে রাশেদা বেগম ঘর থেকে বের হলে ইমন সুযোগ বুঝে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে রাশেদা বেগম চিৎকার করলে আশপাশের লোকজন শব্দ শুনে এগিয়ে আসার আগেই ইমন এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। পরে আশপাশের লোকজন ঘরের দুটি দরজা বন্ধ করে পুলিশকে খবর দেয়। পুলিশ পৌঁছে দরজা ভেঙে ইমনকে আটক করে।
নিহতদের দুই মেয়ে নূর নাহার সাথি ও কামরুল নাহার লিপি বলেন, ‘গতকাল মা প্রতিবেশী ইমনকে দিয়ে গাছ থেকে সুপারি পাড়িয়েছেন। পরে ইমনকে ঘরে ডেকে শরবত খেতে দেন এবং পারিশ্রমিক সুপারি পাড়ার টাকা পরিশোধ করেন। হঠাৎ কি কারণে ইমন মাকে হত্যা করেছে বুঝতে পারছি না। আমরা ইমনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।’
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে জেলার পুলিশ সুপার মো. আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।’
আমার বার্তা/এল/এমই