নেত্রকোনার বাজারগুলোতে আগাম জাতের শীতকালীন সবজি আসা শুরু হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি শীতকালীন সবজির দাম প্রায় ৫ টাকা কমেছে।
নেত্রকোনার বড়বাজার মেছুয়া বাজার। স্থানীয় চাহিদা পূরণে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে সবজি আসে এই পাইকারি বাজারে। এরপর জেলা সদরের দক্ষিণ বিশিউড়া, কলমাকান্দার সিধলিসহ বিভিন্ন এলাকা থেকে খুচরা বিক্রেতারা সবজি কিনে নিয়ে যান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বিক্রেতারা সবজি নিয়ে আসতে শুরু করেছেন। পাইকারি বাজারে কেজি প্রতি বেগুন ৫০-৬০ টাকা, পটোল ৪০-৫০ টাকা, কাঁকরোল ৪০-৫০ টাকা ও মুলা ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া আগাম শীতকালীন সবজির মধ্যে টমেটো বিক্রি হচ্ছে ১০০-১৩০ টাকায়। আর প্রতিকেজি শিম ১৪০ টাকা, ফুলকপি ৯০-১০০ টাকা ও ধনিয়া পাতা ২০০ টাকায় বেচাকেনা হচ্ছে।
নুরে আলম নামে এক ক্রেতা জানান, স্থানীয় সবজিগুলো দাম সাশ্রয়ী এবং তাজা পাওয়া যায়, কিন্তু বাইরের সবজি বেশি দামে কিনতে হয় এবং বিষক্রিয়ার ভয় থাকে। তারপরও অনেক সময় বাধ্য হয়ে বেশি দাম দিয়ে কিনতে হয়।
বিক্রেতারা জানিয়েছেন, বাজারে এখনও স্থানীয় সবজি পুরোদমে না আসায় দাম ঊর্ধ্বমুখী। আগামী মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় উৎপাদিত সবজি আসলে দাম কমে আসবে।
আড়তদার সাইফুল আলম বলেন, বাইরে থেকে সবজি আসার কারণে বিভিন্ন খরচে দাম বেড়ে যায়। ব্যবসায়ীরা লস দিয়ে ব্যাবসা করতে চায় না। তবে স্থানীয় শীতকালীন সবজি পুরোপুরি বাজারে আসা শুরু হলে দাম কমে যাবে।
আমার বার্তা/এল/এমই