চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ হোসেন ওই গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, প্রতিবেশীর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সঙ্গে খেলার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপর পড়ে ঝুলে থাকে আলিফ।
প্রায় এক ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমার বার্তা/এল/এমই