ই-পেপার বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
ফেনীর নিম্নাঞ্চলে ঢুকছে পানি

গবাদিপশু নিয়ে ছাদে আশ্রয় নিলেন বানভাসি মানুষ

আমার বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৫, ১০:৩৭

ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের তনিমা সুলতানা। বুধবার (৯ জুলাই) রাতে তার ঘরে পানি ঢুকে নষ্ট হয়েছে আসবাবপত্র। পরে গবাদিপশুসহ পরিবার নিয়ে আশ্রয় নেন প্রতিবেশী শাহজাহান মজুমদারের দোতলা ভবনের ছাদে।

শুধু তনিমাই নয়, এলাকার আশপাশের দশটি পরিবার আশ্রয় নিয়েছেন এ ছাদে। তাদের মতো দুর্ভোগের একই চিত্র পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার হাজারো মানুষের। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। নদীর পানি কমলেও ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। একাধিক সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যানচলাচল। দুর্যোগে আক্রান্ত হয়ে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজারের বেশি মানুষ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার আংশিক অংশে ৪৯টি আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত ৬ হাজার ৮২৬ জন মানুষ অবস্থান করছেন। পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ৯০ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছে।

আলো মজুমদার নামে দক্ষিণ আনন্দপুর গ্রামের আরেক বাসিন্দা বলেন, গেল বছরের বন্যার সময়ও প্রতিবেশীর ছাদে আশ্রয় নিয়েছিলাম। এবার পানি এখনো কম রয়েছে। বসবাস অনুপযোগী হওয়ায় জিনিসপত্র নিয়ে ছাদে আশ্রয় নিয়েছি। সুপেয় পানির সংকটে বেশি কষ্ট করতে হচ্ছে।

আলীম নামে এক ব্যক্তি বলেন, এটি আমার মামার বাসা। তারা এলাকার বাইরে অবস্থান করলেও বাড়ির ছাদ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে আশ্রয় নেওয়া দশটি পরিবার কোনোমতে দিনযাপন করছে। তবে নিরাপদ পানির বেশি সংকট রয়েছে। আবার বেলা বাড়ার সঙ্গে পানিও বাড়ছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, জেলায় টানা চার দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবারও (১১ জুলাই) জেলাজুড়ে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, বুধবার বিকেল থেকে নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি কমার পরেই বাঁধ মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার আংশিক অংশে প্রায় ২০ হাজার মানুষ দুর্যোগে আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে ৪৯টি আশ্রয়কেন্দ্রে ৭ হাজারের মতো মানুষ আশ্রয় নিয়েছে। জেলার ছয় উপজেলায় ত্রাণ কার্যক্রমের জন্য সাড়ে ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

বিশ্বে গ্রহণযোগ্য হবে এমন বিচার করতে চাই: আইন উপদেষ্টা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা কথায়

গোপালগঞ্জে অবরোধ-হামলার ঘটনায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে গোপালগঞ্জে। পদযাত্রাকে

সিরাজগঞ্জে টানা বর্ষণে মহাসড়কের বেহাল অবস্থা

গত কয়েক দিনের টানা বর্ষণে বেহাল অবস্থা সিরাজগঞ্জের মহাসড়কের। বিশেষ করে হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া

এনসিপির গাড়িবহরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের হামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীদের গাড়িবহরে আবার হামলা চালিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে: দুদু

আমরা যদি বেঁচে ফিরি মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস

বিশ্বে গ্রহণযোগ্য হবে এমন বিচার করতে চাই: আইন উপদেষ্টা

আপনার শিশুকে গোসল করাবেন যেভাবে

গোপালগঞ্জে অবরোধ-হামলার ঘটনায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক

লক্ষ্মীপুরে ৫ হত্যায় ৩ আসামিকে ২৮ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে: পাটওয়ারী

সিরাজগঞ্জে টানা বর্ষণে মহাসড়কের বেহাল অবস্থা

গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম

এনসিপির গাড়িবহরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের হামলা

যারা সহিংসতা ঘটাচ্ছেন, তারা সঠিক পথে ফিরে আসুন: মঈন খান

গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে: নাহিদ

মরক্কোর মাখজেন শাসন ব্যবস্থা : সুশাসনের ভিত্তি

রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করল ছাত্রদল

তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়: জামায়াত আমির

যশোর-কালীগঞ্জ-চুয়াডাঙ্গায় ৫ দিন ধরে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গোপালগঞ্জে সমাবেশের মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা

ভ্রমণ বীমা করে মালদ্বীপ যাওয়ার পরামর্শ পর্যটকদের

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা