পেঙ্গিরান মুদা (প্রিন্স) হাসানাল বলকিয়াহ তার চাচা সুলতান আহমদ তাজউদ্দীনের শাসনামলে ১৫ জুলাই ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি সুলতান ওমর আলী সাইফুদ্দিন তৃতীয় ও সুলতানা আনাক দামিত এর জ্যেষ্ঠ পুত্র। তিনি ১৯৬৭ সালে তাঁর পিতার পদত্যাগের পর ব্রুনাইয়ের সিংহাসনে আরোহণকারী ২৯ তম সুলতান।
তিনি “সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ” নামে সমধিক পরিচিত ।
সুলতান এর পাশাপাশি তিনি ব্রুনাই এর প্রধানমন্ত্রী হিসেবে ও দায়িত্ব পালন করছেন। তিনি রয়েল ব্রুনাই আর্মড ফোর্সেস এর সর্বোচ্চ পদ “ফিল্ড মার্শাল“ র্যান্কধারি হিসেবে দায়িত্ব পালন করছেন ।
ব্রুনাই সুলতান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম । ২০২৩ সালের হিসাব অনুযায়ী হাসানাল বলকিয়ার মোট সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন ডলার বলে জানা যায়। তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘকাল ধরে রাজত্ব করা বর্তমান রাজা এবং সবচেয়ে দীর্ঘকাল ধরে ক্ষমতায় থাকা বর্তমান রাষ্ট্রপ্রধান। ৫ অক্টোবর ২০১৭ তারিখে সুলতান বলকিয়া তাঁর সিংহাসনে আরোহণের ৫০তম বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করেন।
হাসান বলকিয়া তার ৫০তম জন্মদিন উদযাপনের জন্য ১৫ জুলাই ১৯৯৬ তারিখে তৎকালীন প্রিন্স চার্লসের সাথে পোলো খেলেছিলেন।তিনি যখন ছোট ছিলেন তখন তিনি প্রতিযোগিতামূলকভাবে পোলো খেলতেন, এমনকি এক পর্যায়ে ভারতীয় সেনাবাহিনীর ৬১তম অশ্বারোহী দলের প্রতিনিধিত্বও করেছিলেন। সাম্প্রতিক বছরগুলিতে, বিশেষ করে তার দুই সন্তান প্রতিযোগিতামূলক পোলো খেলা শুরু করার পর থেকে, তিনি ঘন ঘন পোলো ম্যাচে অংশগ্রহণ করার ইতিহাস রাখেন। সুলতানের সাথে তার দীর্ঘ বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে কয়েক বছর আগে ব্রুনাই দল এবং ৬১তম অশ্বারোহী ভারতীয় সেনাবাহিনী দলের মধ্যে একটি প্রীতিপূর্ণ পোলো ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল।
প্রিন্স আল-মুহতাদী বিল্লাহ হলেন বর্তমান পেঙ্গিরান মুদা মাহকোতা (ক্রাউন প্রিন্স) এবং সুলতানের উত্তরাধিকারী। কারণ তিনি সুলতান ও রাজা ইস্তেরি পেঙ্গিরান আনাক সালেহার জ্যেষ্ঠ পুত্র। ২০১২ সালের হিসাব অনুযায়ী হাসানাল বলকিয়ার তিন স্ত্রী, পাঁচ ছেলে এবং সাত মেয়ে রয়েছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী তাঁর ২০ জন নাতি-নাতনিও রয়েছে।
সুলতান এর জন্মদিনে সারা বিশ্বের শীর্ষস্থানীয় সরকার প্রধানগণ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন । তাঁদের মধ্যে অন্যতম হলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ।
প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম আজ ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহের ৭৯তম জন্মদিন উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন।
আনোয়ার ব্রুনাই দারুসসালামকে জ্ঞানের সাথে শাসন করার জন্য তাঁর দৃঢ়তার জন্যও প্রার্থনা করেছেন।
"ঈশ্বরের ইচ্ছায় উভয় দেশ এবং সামগ্রিকভাবে জনগণের পারস্পরিক কল্যাণের জন্য মালয়েশিয়া এবং ব্রুনাই দারুসসালামের মধ্যে সম্পর্ক এবং সহযোগিতা আরও জোরদার হোক," প্রধানমন্ত্রী আজ ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন ।
আমার বার্তা/এমই