ই-পেপার বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রাজনৈতিক কারণে রোহিতদের বাংলাদেশ সফরে রাজি নয় ভারত সরকার

বিবিসি বাংলার প্রতিবেদন
আমার বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৫, ১০:৫১
আপডেট  : ০২ জুলাই ২০২৫, ১০:৫২

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী আগস্টেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও ভারতের সঙ্গে বিরূপ সম্পর্কের জের ধরে তাতে অনিশ্চয়তা তৈরি হয়। আসন্ন সিরিজ নিয়ে বিসিবিকে সরকারের অনুমতির অপেক্ষায় থাকার কথা জানিয়েছিল রোহিত-কোহলিদের বোর্ড বিসিসিআই। সেই সিরিজ এবার স্থগিত হতে যাচ্ছে!

সংবাদমাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের মতে– বাংলাদেশ সফর নিয়ে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি বিসিসিআই। পুরোপুরি ‘রাজনৈতিক কারণেই’ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এখন সিরিজ না হলেও পরে আবারও সময়সূচি পুনঃনির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিল্লি মনে করছে, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের ‘বিরূপ মনোভাব’ দেখা যাচ্ছে– তাতে সে দেশে গিল-রাহুলদের সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না। বাংলাদেশ-ভারতের এই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ১৭ থেকে ৩১ আগস্টের মধ্যে। সরকারের এই মনোভাব জানার পর বিসিসিআই এই সফর ‘রিশিডিউল’ করার জন্য বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করেছে, যা বিসিবির কর্মকর্তারাও নিশ্চিত করেছেন।

একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছেন, এই পরিস্থিতিতে ভারতীয় দল বাংলাদেশে সিরিজ খেলতে গেলে তা সাধারণ ভারতীয়দের মধ্যে একটা ভুল বার্তা দেবে বলে মনে করছেন সরকারের নীতিনির্ধারকরা। সফরটি এখন অনুষ্ঠিত হলে তাতে রাজনৈতিক ঝুঁকি আছে বলে ভারত সরকার মনে করছে। অন্যদিকে সফর স্থগিত হলে তাতে ভারতের ক্রিকেটীয় ক্ষতি–ও তেমন একটা নেই! আর ঠিক এই কারণেই আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফর এখন এতটা অনিশ্চিত হয়ে উঠেছে।

এর বাইরে দুই দলের এই সিরিজে কোনো টেস্ট ম্যাচ নেই। ফলে সফর বাতিল হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে প্রভাব পড়ার শঙ্কা নেই ভারতের। যে শঙ্কা নিয়ে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে তারা দুটি টেস্ট ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ বাতিল করেনি। ভারতীয় সমর্থকদের একটি অংশ ক্রমাগত হুমকি দিয়ে গেলেও বাংলাদেশ নির্বিঘ্নেই সেই সিরিজ খেলে আসে। যেখানে মাঠের লড়াইয়ে পাত্তা পাননি সাকিব-শান্তরা।

এদিকে, এই সিরিজটি পিছিয়ে গেলেও বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে তেমন বিরূপ প্রভাব পড়বে না বলেই আশাবাদী বিসিসিআই। একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘বাংলাদেশ আর পাকিস্তান এক নয়, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সুসম্পর্ক বহু বছরের। এখন যদি কোনো কারণে সিরিজ না-ও হতে পারে, কিছুদিন পরে সেটা করা যাবে নিশ্চিতভাবেই। বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ারও অনেক আগে থেকে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক আছে। দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলেও সেটা সাময়িক।’

আমার বার্তা/জেএইচ

ইতিহাস গড়ে প্রথমবার এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ার পথে এক পা

মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার চোখ রাঙিয়েছিল বাংলাদেশকে। ৭ বছর আগে ইয়াঙ্গুনে অলিম্পিক

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, পারভেজ ও তানভীরে অভিষেক

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর রঙিন পোশাকের মিশন শুরু বাংলাদেশের। তিন

এমবাপ্পের অভিষেক ম্যাচে জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে এমবাপ্পেকে ছাড়াই নকআউট পর্ব নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে শেষ ষোলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডক্টর মুহাম্মদ ইউনুসের জন্মদিনে উপহার কবিতা

০৩ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

কটিয়াদীতে কিডনী রোগী জীবন রক্ষায় এগিয়ে এলেন ছাত্রনেতা

সখিপুরে ভণ্ডপীর মিনজু শাহ’র পানি থেরাপিতে প্রাণ গেলো এক ব্যাক্তির

কসবায় আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার গণসংযোগ ও পথসভা

ইতিহাস গড়ে প্রথমবার এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা

কুমিল্লায় দোকান দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শিবচর থানায় ঢাকা রেঞ্জের ডিআইজির পরিদর্শন, উন্নয়নমূলক নানা পদক্ষেপ

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রী কন্যার উপর নির্যাতন; থানায় মামলা

সত্য উন্মোচনের দাবীতে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে জুলাই শহীদ ও আহতদের স্মরণে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

এবার এনবিআরের ৩ সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার

জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে

লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আগামীকাল ঢাকায় মতবিনিময় সভা

আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল হবে, তবে থাকছে কিছু নিষেধাজ্ঞা

এজেএফবি অ্যাওয়ার্ড পেলেন খুলনার লাবনী

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত

আণবিক সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্নের অনুমোদন দিলেন ইরানের প্রেসিডেন্ট

দোহারে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়: পুলিশ