'শতবর্ষের স্পন্দনে দৃঢ় হোক বন্ধন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের শুরুতেই। এ উপলক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে শুরু হয়েছে জোরালো প্রস্তুতি। অত্র বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জিল্লুর রহমানকে আহবায়ক, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবীকে সদস্য সচিব এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা আব্দুস সোবহান মুকুলকে প্রধান উপদেষ্টা করে ইতোমধ্যে অনুষ্ঠান কমিটিও ঘোষণা করা হয়েছে।
শতবর্ষ উদযাপনের প্রস্তুতি হিসেবে আগামীকাল ০৩/ জুলাই ঢাকার এলিফ্যান্ট রোডের স্টার কাবাবে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান-' এটি মূলত ঢাকায় অবস্থানকারী এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষ্যে তারা তাদের মতামত, পরামর্শ ও কর্মসূচি পালনের ব্যাপারে একটি গাইডলাইন দিতে পারেন'।
তিনি আরও বলেন - শতবর্ষের একটি সফল অনুষ্ঠান উদযাপনে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা অনেক। তারাই হয়তো এ ব্যাপারে বেশী ভূমিকা রাখতে পারবেন, তাই তাদের মতামত নেওয়া খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি।
স্কুলের প্রধান সহকারি সোহেল রানা জানান- ইতোমধ্যে অনলাইন রেজিস্ট্রেশনসহ অন্যান্য কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়া শতবর্ষ উদযাপনের জন্য স্মরণিকা প্রকাশ ও পুরো অনুষ্ঠান পরিকল্পনার একটি রুপরেখাও ঘোষণা করা হবে শীঘ্রই।
শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী বছরের ফেব্রুয়ারী বা মার্চে ১৯২০ সালে প্রতিষ্ঠিত প্রাচীন বিদ্যাপীঠ লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান হতে পারে বলে স্কুল সূত্রে জানা যায়।