বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক শিবচর থানা সংক্ষিপ্ত পরিদর্শনে আসেন।
বুধবার (২ জুলাই) তিনি শিবচর থানায় পৌঁছালে মাদারীপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাসান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রতন শেখের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
এসময় (JB) JAJ Bhuiyan Group এর সৌজন্যে একটি গাড়ি শিবচর থানাকে উপহার হিসেবে হস্তান্তর করেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্রাগার পরিদর্শন করেন। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এছাড়াও থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ঘুরে দেখেন এবং আগত সেবা প্রার্থীদের গুণগত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, “মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার ও পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে।”
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।