বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম,প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের পিও হাবিবুর রহমান, এখানকার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন।
আলোচনায় হাইকমিশনার মালদ্বীপে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর আর্থিক লেনদেন ও রেমিট্যান্স ব্যবস্থার উন্নয়নের বিষয়ে তুলে ধরেন। তিনি দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ, সহজ ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদল হাইকমিশনারের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জানান যে, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করছে। তারা প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সুবিধা ও রেমিট্যান্স সেবার উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠক শেষে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে টেলিফোনে আলাপ করেন । তিনি বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরে মালদ্বীপে একটি বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
সবশেষে উভয়পক্ষ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও আর্থিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সক্রিয় অর্থনৈতিক কূটনীতির লক্ষ্যকে এগিয়ে নেবে।