কুয়েতে গাল্ফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের (জিবিবিএ) প্রেসিডেন্ট এম সাইফুল আলম কুয়েতে আগমন উপলক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আব্দুল হাই মামুনসহ ব্যবসায়ী মতবিনিময় প্রস্তুতি সভা আয়োজন করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কুয়েত সিটির একটি রেস্তোরাঁর আয়োজিত এ অনুষ্ঠানে কুয়েতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাল্ফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য এবং ব্যবসায়ী নেতা আব্দুল হাই মামুন।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- কাতার প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মাওলা হাজারী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- ব্যবসায়ী নেতা মোহাম্মদ হোসনে মোবারক এবং মোহাম্মদ সেলিম হাওলাদার, সাংবাদিক সাদেক রিপন, আবু বক্কর সিদ্দিক পাভেল ও আলাল আহমদ।
এসময় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা জিবিবিএর কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, এই সংগঠনটি গাল্ফভুক্ত ছয়টি দেশের প্রবাসী ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কাজ করছে। পাশাপাশি, বিদেশের মাটিতে বাংলাদেশের পণ্য আমদানি ও ব্যবসা-বাণিজ্য প্রসারেও জিবিবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসায়িক সম্প্রসারণের জন্য সহায়ক বলে উপস্থিত সবার মত প্রকাশ করেন।
আমার বার্তা/এমই