ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, জুলাই অভ্যুত্থানে হামলার মামলায় আসামিরা ডাকসু নির্বাচনে প্রার্থী বা ভোটার হতে পারবেন না। ভোটের আগের দিনও অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের ভোট থেকে বিরত রাখা হবে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিকে বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তা অফিস কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আজ মনোনয়ন সংগ্রহ করেছেন মাত্র একজন। তিনি সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন। আর একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩ জন।
উল্লেখ্য ,মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে ভিপি পদে ১০জন, জিএস পদে একজন, এজিএস পদে দুইজন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১৩ জন।
আমার বার্তা/এমই