
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে পালিত হয়েছে ক্রীড়া উপহার বিতরণ কর্মসূচি। রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ক্ষুদে ক্রিকেটারদের মাঝে প্রতীকী সংখ্যা হিসেবে মোট ৬১টি ব্যাট ও বল বিতরণ করা হয়। পুরো মাঠজুড়ে ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। কর্মসূচির সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত। সঞ্চালনায় ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এ ছাড়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং উপস্থিত ছিলেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক চর্চার সঙ্গে যুক্ত রাখতে তারেক রহমানের নেতৃত্বে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিশু-কিশোরদের হাতে ব্যাট–বল তুলে দেওয়ার মুহূর্তে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও উদ্যাপনের আবহ।
আমার বার্তা/এমই

