ই-পেপার রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রতিপক্ষ যা-ই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না: আমীর খসরু

আমার বার্তা অনলাইন:
২৩ নভেম্বর ২০২৫, ১৫:৩০

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া দেশ ভালোর দিকে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতা চর্চা করে যাচ্ছে এবং সাংঘর্ষিক রাজনীতি চায় না দলটি।’

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের শিক্ষা প্রায় ধ্বংস হয়ে গেছে। কর্মসংস্থানের চাহিদার সঙ্গে শিক্ষার সামঞ্জস্য নেই। সবাই ম্যাট্রিক, আইএ, বিএ, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দিকে ছুটছে। কিন্তু দেশের ভোকেশনাল রিকোয়্যারমেন্টের দিকে কেউ মনোযোগ দিচ্ছে না।

চীনের উদাহরণ টেনে তিনি বলেন, চীনে স্কুল থেকেই ৬০ শতাংশ শিক্ষার্থী ভোকেশনাল স্কুলে যায়। তারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশিনিস্ট হয়ে বের হয় এবং দেশের অর্থনীতিকে টেনে নেয়। আমাদের দেশেও স্কিল ডেভেলপমেন্ট ছাড়া শিল্পে, আইটি সেক্টরে বা ফ্যাক্টরিতে চাকরি সৃষ্টি হবে না।

তিনি আইটি খাতকে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন।

আমীর খসরু বলেন, বিএনপির লক্ষ্য এক কোটি কর্মসংস্থান। বিএনপি ভোকেশনাল ট্রেনিং, আইটি ট্রেনিং এবং শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে এক কোটি কর্মসংস্থান তৈরি করতে চায়। ম্যাট্রিক, আইএ, বিএ পাস করা বিপুলসংখ্যক বেকার তরুণ-তরুণীকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে কর্মজীবনে যুক্ত করা হবে।

কল সেন্টার শিল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন, পাশের দেশগুলোতে লক্ষ লক্ষ ছেলে-মেয়েরা কল সেন্টারে কাজ করছে। এই সেক্টরেও আমাদের বড় প্রোগ্রাম আছে।

এই পরিকল্পনা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; বাস্তবায়নযোগ্য কর্মসূচি বলে দাবি করেন তিনি। বলেন, জনগণ জানতে চায়— আমার জন্য কী আছে? বিএনপির কর্মসূচি সেই প্রশ্নের জবাব দিচ্ছে।

সাংঘর্ষিক রাজনীতি নয়, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, তারেক রহমান কোনো সাংঘর্ষিক রাজনীতি করতে চান না। তিনি বলেছেন— সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না। প্রতিপক্ষ যা-ই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না।

যত সংস্কারই করা হোক, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে দেশ ভালোর দিকে এগোবে না উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে সহনশীলতা থাকা জরুরি। মতের অমিল থাকতেই পারে, কিন্তু সম্মান দেখাতে হবে। দিনের শেষে গণতন্ত্র ছাড়া অন্য কোনো পথ নেই।

তিনি কড়া ভাষায় বলেন, “ওনারা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না। এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি।”

স্থিতিশীলতা ছাড়া কোনো উন্নয়ন বা কর্মসূচি সফল হবে না বলেও সতর্ক করেন তিনি। বলেন, এখন আর মেধা ছাড়া কোনো রাজনীতি চলবে না। বিএনপি নতুন প্রজন্মকে সামনে এনে নতুন এক রাজনৈতিক ধারার সূচনা করেছে।

তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, রাজনীতিকে নতুন প্রজন্মের চিন্তা, যুক্তি ও তথ্যের মানদণ্ডে নিজেদের সাজাতে হবে।

এখন স্লোগানের রাজনীতি নয়। এক্ষেত্রে তারেক রহমান যে নতুন ধারার রাজনীতি শুরু করেছেন, সেটাই বিএনপির ভবিষ্যৎ।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন ভেঙে পড়ার পর দেশের মানুষের মনে বিশাল পরিবর্তন এসেছে। তৈরি হয়েছে আকাশচুম্বী প্রত্যাশা। বিএনপি সেই প্রত্যাশা ধারণ করছে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছেন। আমরা এখন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি। যারা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে পারে না, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের থাকবে না।

আমার বার্তা/এমই

আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা করবে না এনসিপি: নাহিদ ইসলাম

কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য এনসিপি কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না বলে

দেশের মঙ্গলের জন্য বিএনপির বিকল্প নেই: আব্দুস সালাম

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না: নাহিদ ইসলাম

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

দুই বংশের ৫৫ বছরের বিরোধ মীমাংসা করলো বিএনপি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের দুই বংশের ৫৫ বছরের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে ১৮টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে

আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা করবে না এনসিপি: নাহিদ ইসলাম

প্রতিপক্ষ যা-ই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না: আমীর খসরু

পঞ্চগড়ে ১২ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নেই: আলী রীয়াজ

মন্ত্রী-বিচারপতিরা আসতে পারলে আপনারা কেন পারবেন না

প্রশিক্ষিত রাজনৈতিক কর্মীর মাধ‍্যমেই রাষ্ট্র মেরামত সম্ভব: ড. নয়ন বাংগালি

ঢাকাকে বাসযোগ্য করতে আধুনিক নগর পরিকল্পনার আহ্বান পরিবেশ উপদেষ্টার

দেশের মঙ্গলের জন্য বিএনপির বিকল্প নেই: আব্দুস সালাম

আয়ারল্যান্ডকে হারিয়ে মুশফিককে শততম টেস্টের উপহার দিল বাংলাদেশ

নির্বাচনে আস্থা ফেরাতে প্রচারণায় গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের

বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ 

গুমের মামলায় শেখ হাসিনার হয়ে লড়বেন জেডআই খান পান্না

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

ডিজিএম হেলাল উদ্দিনের নিষিদ্ধ সংগঠন  আওয়ামী কানেকশন

শেখ হাসিনা-সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

ঢাবি বন্ধের সিদ্ধান্তে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা

ভূমিকম্প আতঙ্ক: ঢাকা পলিটেকনিকে ক্লাস–পরীক্ষা স্থগিত, হল ত্যাগের নির্দেশ

পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা, ক্ষুব্ধ বিজেপি