অনেক রং মিশে যেমন রংধনু, তেমনই সবাই মিলে বাংলাদেশ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১০ অক্টোবর) চট্টগ্রাম ইপিজেড ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্যারেড গ্রাউন্ডে (সিমেন্স হোস্টেল) আয়োজিত কঠিন চীবর দানোৎসবে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, কঠিন চীবরের যে শিক্ষা, সে শিক্ষা সবার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি কথা হলো, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা সবার। ধর্ম যার যার, উৎসব সবার।
তিনি আরও বলেন, আপনাদের শুধু ধর্ম নয়, একটি কৃষ্টি আছে, ভাষা আছে, সংস্কৃতি আছে। এ ভাষা, কৃষ্টি, সংস্কৃতি অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে, বিএনপি এটাই চায়। এটাই বাংলাদেশ। এখানে সবার কাজ সবাই করবে। অনেক রং মিশে রংধনু হয়। কিন্তু রংধনু একটাই, এরকম সবাই মিলে বাংলাদেশ। বিএনপি এই বাংলাদেশের কথা বলছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, উৎসবমুখর পরিবেশে আপনাদের অনুষ্ঠান হচ্ছে কিন্তু একটা বিষয় আমাকে উজ্জীবিত করেছে, সেটা হচ্ছে আপনারা যে শৃঙ্খলা ধরে রাখতে পেরেছেন এটা গর্বের। এই শৃঙ্খলা সর্বক্ষেত্রে ধরে রাখতে পারলে আগামীর বাংলাদেশ আমাদের প্রত্যাশার বাংলাদেশ হবে।
তিনি বলেন, প্রতিটি ধর্মেই ত্যাগের কাজগুলো আছে। ধর্মের ভালো কাজগুলো, ভালো কথাগুলো যদি আমরা শুধুমাত্র ফলো করি তাহলে নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি, দ্বিধা-দ্বন্দ্ব কিছুই কাজ করত না।
আমীর খসরু বলেন, আপনাদের ধর্মের অনেক লোকজন এখানে আছে। কিন্তু এখানে একটি বৌদ্ধবিহার নেই, এটা অবাক ব্যাপার। আপনাদের কর্মকাণ্ড আমাকে উজ্জীবিত করেছে, আগামী দিনে সুযোগ পেলে এই এলাকায় ভবিষ্যতে বৌদ্ধবিহার দেখতে পাবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বিএনপির আন্তর্জাতিক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রুবেল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই