ই-পেপার রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

বিশ্ব ডিম দিবস ২০২৫ উপলক্ষে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন

সালাম মাহমুদ:
১১ অক্টোবর ২০২৫, ১৮:৫৯

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এবর্ণাঢ্য আয়োজনে পালিত হয় বিশ্ব ডিম দিবস ২০২৫। ইনস্টিটিউটের পোল্ট্রি রিসার্চ সেন্টারের আয়োজনে এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে পালিত হয় বিশ্ব ডিম দিবস।

শুক্রবার (১০ অক্টোবর) ৩টায় বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য একটি র‌্যালি। উক্ত র‌্যালিতে বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক মহোদয়ের নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিগণের সাথে সাথে বিএলআরআই-এর সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।র্যাথলিটি বিএলআরআই-এর পোল্ট্রি রিসার্চ সেন্টার প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিএলআরআই এর অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে বিএলআরআই-এর পোল্ট্রি রিসার্চ সেন্টার (পি আর সি) সংলগ্ন ফটক এলাকায় পথচারী ও দুঃস্থদের মধ্যে ডিম বিতরণ করা হয়।

বিকাল ০৪.০০ ঘটিকায় বিএলআরআই-এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক মহোদয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার উপপরিচালক বেগমমানছুরাহাছিন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএলআরআই এর সাবেক মহাপরিচালক ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। আর আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পোল্ট্রি রিসার্চ সেন্টারের দপ্তর প্রধান এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মো. সাজেদুল করিম সরকার।

পবিত্র কোরআন থেকে তিলওয়াতের মধ্য দিয়ে সেমিনার ও আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ডেইরি রিসার্চ সেন্টারের দপ্তর প্রধান ড. মোঃরাকিবুলহাসান।

স্বাগত বক্তব্যের পরে “Nutritional Properties of Eggs for Building a Healthy Nation” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. সাজেদুল করিম সরকার। এসময় তিনি তার উপস্থাপনায় বিশ্ব ডিম দিবস পালনের ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব, ডিম খাওয়ার উপকারিতা ও গুরুত্বএবং বাংলাদেশের পোল্ট্রি শিল্প ও ডিম উৎপাদনের অতীত ও বর্তমান অবস্থা তুলে ধরেন।

মূল প্রবন্ধ উপস্থাপনের পরে অনুষ্ঠিত হয় বিশেষজ্ঞ আলোচনা পর্ব। এসময় আলোচনায় অংশ নেনপোল্ট্রি বিশেষজ্ঞ ড. নাথু রাম সরকার। তিনি তার বক্তব্যে বলেন, ডিম দিবস পালনের উদ্দেশ্য দুইটি। একটি হলো ডিমের উপকারিতা সম্পর্কে সকলকে জানানো, আর দ্বিতীয় হলোডিম উৎপাদকদের উৎসাহিত করা, সরকারি বিভিন্ন সুযোগ পাওয়ার সম্ভবনা তৈরি করা। বিগত বছরগুলোতে ডিমের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়লেও, আমাদের ভবিষ্যৎ চাহিদা পূরণের ডিমের উৎপাদন আরও বাড়াতে হবে। এজন্য ডিমের উৎপাদর খরচ কমানোর লক্ষ্যে পোল্ট্রি ফিড তৈরির বিকল্প উৎস্য খুঁজতে হবে। পাশাপাশি গবেষণার মাধ্যমে দেশীয় আবহাওয়া উপযোগী অধিক ডিম উৎপাদশীল মুরগির জাত উদ্ভাবন করতে হবে।

বিশেষজ্ঞ আলোচনা পর্বের পরে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা এসময় আলোচকগণ ডিমের উৎপাদন বাড়ানোয় গুরুত্ব আরোপের পাশাপাশি ডিম হতে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ত উৎপাদন ও প্রোডাক্ট ডাইভারসিফিকেশন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা কার্যক্রম গ্রহণে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বেগমমানছুরাহাছিন বলেন, ডিম মানে জীবন। ডিম তাই একটি কমপ্লিট ফিড। মুরগির শরীরে থাকা সব পুষ্টি উপাদানই ডিমের মধ্যে আসে বলে পোল্ট্রির ফিড প্রিপারেশনের উপরেই ডিমের পুষ্টি নির্ভর করে। তাই এ বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরও পোল্ট্রির ফিড কস্টিং কমানোর লক্ষ্যে এবং দেশে পোল্ট্রি খাদ্যের অন্যতম উপাদান ভুট্টার চাষ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলেছে।

প্রধান অতিথির বক্তব্যে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, মেধাবী ও বৃদ্ধিদৃপ্ত জাতি গঠনে প্রাণিজ আমিষ, তথা ডিমের বিকল্প নেই। প্রোটিনের অন্যান্য উৎস্যের সাথে তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় ডিম হলো প্রোটিন ও পুষ্টির সাশ্রয়ী উৎস্য। ডিমে এলডিএল অনেক কম থাকে এবং এইচডিএল বেশি থাকে বলে ডিমের স্বাস্থ্য ঝুঁকিও অনেক কম। ডিম নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে, যা আসলে অমূলক। আমাদের উচিৎ এসকল অপপ্রচারকে আমলে না নিয়ে ডিমের পুষ্টিগুণ বিচার করে দৈনিক অন্তত একটি করে ডিম খাওয়া।

প্রধান অতিথির বক্তব্য শেষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আয়োজকগণকে ধন্যবাদ জানান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র, রাজশাহী এর স্টেশন ইনচার্জ ড. মোহাম্মদআব্দুররশিদ।

এছাড়াও ডিম দিবস উপলক্ষে বিকেলে সাভারের গেরুয়ায় অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যেও ডিম বিতরণ করা হয়।

ডিমের পুষ্টিগুণ ও গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এগ কমিশন (আইইসি) ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম ‘বিশ্ব ডিম দিবস’ পালনের আয়োজন করে, যা পরবর্তী সময়ে প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয়ে আসছে। বিশ্বের অপরাপর দেশের মতো বাংলাদেশ তথা বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটও দিবসটি পালন করে আসছে। এবছর ডিম দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন”।

আমার বার্তা/এমই

উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইয়াং লার্নার ইংলিশ সেন্টার উদ্বোধন

রাজধানীর উত্তরা ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের (IHSB) ইয়াং লার্নার ইংলিশ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মেডিকেলে রোগীর স্বজনকে পেটালেন আনসার সদস্যরা, ভিডিও ভাইরাল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) প্রাঙ্গণে রোগীর স্বজনকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে আনসার সদস্যদের

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মো.

স্কুল ফিডিংয়ে দুধের সাথে ডিম যুক্ত করতে হবে: ফরিদা আখতার

স্কুল ফিডিংয়ে ডিম যুক্ত করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী জাতীয় নির্বাচনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: মির্জা মোস্তফা জামান

শিশুদের নোবেল পুরস্কারের জন্য মনোনিত হলেন জামালপুরের দুই সহোদরা কেকা ও কুহু

নয় বছর পর গুমের স্মৃতিচিহ্নে দাঁড়ালেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর সন্ত্রাসী হামলায় ৫ সাংবাদিক আহত

দেশের মানুষ বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: আনিসুল ইসলাম

পরিবহন খাতের উন্নয়নে মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী যে ৬ নেতাকে মুক্তি দেবে না ইসরায়েল

উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইয়াং লার্নার ইংলিশ সেন্টার উদ্বোধন

গবেষণার মাধ্যমে ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবো: ড. আনোয়ার হোসেন

বিশ্ব ডিম দিবস ২০২৫ উপলক্ষে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন

ভোলার মেঘনায় ৭০ লাখ টাকার সিমেন্ট নিয়ে জাহাজডুবি

গ্রেপ্তারি পরোয়ানায় ১৪ সেনা হেফাজতে, ১ জন পলাতক: সেনাসদর

ইসলামের ভুল ব্যাখা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে

বাঁচামরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সুদানে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০

অন্তত একটি যুদ্ধজাহাজ ও নৌঘাঁটি নৌ-কমান্ডোদের নামে করার দাবি

দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এটিএম মাসুম

যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয়

ইসরায়েলি বাহিনীর হাতে আটকের ভয়াল অভিজ্ঞতা জানালেন শহিদুল আলম

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ