বর্তমান বাজর বিবেচনায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে দরিদ্র প্রতিবন্ধী ভাতাভোগীদের জন্য নিধারিত মাসিক ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন এগারোটি সংগঠন।
৪ জুন রোববার অ্যাকসেস বাংলাদেশ ফাইন্ডেশন এর উদ্যোগে জাতীয় বাজেট ২০২৩-২৪: প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থান” র্শীষক বাজেট পরবর্তী প্রতিক্রিয়া সভা অুষ্ঠিত হয়ে।
প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা ৮ শত ৫০ টাকা অপরিবর্তিত রয়েছে যা বর্তমান দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও জীবন যাত্রার ব্যয় বিবেচনায় খুবই সামান্য বলে অভিমত ব্যাক্ত করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
বাজেট প্রতিক্রিয়ায় অ্যাকসেসে বাংলাদেশ ফাইন্ডেশনের নির্বাহী প্ররিচালক আলবার্ট মোল্লা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কোন উদ্যোগ বাজেটে নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন স্মার্ট সোসাইটি বিনির্মাণে টেকসিই উন্নয়ন লক্ষ্য “কাউকে পেছনে ফেলে নয়” এই অঙ্গীকার বাস্তবায়ন এবং সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার কথা মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন এমনটা জানিয়ে আলবার্ট বলেন, কিভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে তার প্রতিফলন এই বাজেটে নেই। বাজেটে প্রতিবন্ধীতা বিষয়ক আন্তর্জাতিক সনদ , জাতীয় আইন, নীতিমালা, গ্লোবাল ডিজএবিলিটি সামিট ২০২২ এ দেয়া সরকারের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রতিফলন নেই।
গত ১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল কতৃক উত্থাপিত বাজেটে প্রতিবন্ধী খাতে মোট বরাদ্ধ ৩ হাজার ৭১০ কোটি টাকা যা সামাজিক নিরাপত্তা খাতের ২.৯৪% এবং মোট বাজেটের ০.৪৯%।
প্রতিবন্দী ব্যক্তিদের সামাজিক অবস্থান, বর্তমান বাজারের অবস্থাসহ সব কিছু বিবেচনা করে সরকারের কাছে ১১ টি দাবি তুলে ধরেন ডাব্লিউডিডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি ।
দাবিগুলোর মাধ্যে উল্লেখ যোগ্য হলো , প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জীবনযাত্রার ব্যয় সূচকের ভিত্তিতে নির্ধারণ করা , অতি গুরুতর মাত্রার প্রতবিন্ধী ব্যক্তির জন্য কেয়ারগিভারের জন্য ভাতা কার্যক্রম চলু করা এবং প্রতিবন্ধীতার ধরন ও চাহিদা মোতাবেক মানসম্পন্ন সহায়ক উপকরণ এর শুল্কমুক্ত সুবিধা ও দরিদ্র প্রতিবন্ধীদের বিনামূল্যে সরবরাহ করার জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা।
অ্যাকসেসে বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারপাসন মহুয়া পাল এর সভাপতিত্বে সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের ৭০ জন প্রতিনিধি ছাড়াও বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবি/টিএ