ই-পেপার সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

আচরণবিধি লঙ্ঘনে জিরো টলারেন্স, সরকারি কর্মকর্তাদের ভোটের ব্যবস্থা

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৫১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন। একইসঙ্গে নির্বাচন কমিশনাররা আচরণবিধি লঙ্ঘন রোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রযুক্তির অপব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে তাদের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন। সংলাপ শেষে সিইসি জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রথম সেশনের সংলাপে সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, অতীতের রেকর্ড অনুযায়ী বেশ আগে থেকেই আলোচনা শুরু হয়, কিন্তু নানা কারণে এবার আলোচনা করতে দেরি হয়েছে। তিনি জানান, নির্বাচনে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। ইসির মূল লক্ষ্য আচরণবিধি যেন পরিলক্ষিত হয়। কর্মীদের বিষয়টি অবহিত করার জন্য রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করা হয়েছে।

নির্বাচন কমিশনার আনওয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন কোনো কম্প্রোমাইজ করবে না। আচরণবিধি পরিপন্থি যেকোনো কাজের জন্য তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। নির্বাচনের সময় আমাদের অবজারভেশন টিম থাকবে। এ ছাড়া সাংবিধানিকভাবে বলা আছে যে, দ্বৈত নাগরিক নির্বাচনের প্রার্থী হতে পারবেন না তবে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন, এককভাবে নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। আমরা সবাই মিলে একটি সুষ্ঠু নির্বাচন করবো। অনেক সময় কেন্দ্র দখল হয়ে যায়, সেই ক্ষেত্রে সর্বদলীয় কেন্দ্র রক্ষা কমিটি গঠন করতে হবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রতিটি আসনে একই মঞ্চে রাজনৈতিক দলের প্রার্থীদের একই সাথে তাদের ইশতেহার ঘোষণা দেওয়ার বিষয়ে ইসি ব্যবস্থা নেবে। সেই সাথে মসজিদ, মন্দির, গির্জা, সরকারি প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের মধ্যে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে যুক্ত করা হয়েছে এবং হারানো অস্ত্রের মধ্যে ৮১% উদ্ধার সম্ভব হয়েছে। পাশাপাশি সোস্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করার জন্য নির্বাচন কমিশনে আলাদা সেল গঠন করা হচ্ছে।

>> রাজনৈতিক দলগুলোর মূল প্রস্তাবনা

সংলাপে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। ৫ আগস্ট লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার‌ করার‌ ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের তাগিদ দেয় দলটি।

বিকল্পধারা অভিযোগ করে বাংলাদেশে বড় দুটি দল আচরণবিধি মানে না। তাদের প্রার্থিতা বাতিল করতে হবে। কোনো দলের এজেন্টকে ভোট কেন্দ্রে থাকতে না দেওয়ার বিধান আচরণবিধিতে সংযুক্ত করার প্রস্তাব করেছে দলটি। ইসির ক্ষমতা বাস্তবায়নের জোর দাবির পাশাপাশি পোষ্টাল ব্যালটের ভোটার‌ তালিকা স্বচ্ছ প্রক্রিয়ায় করারও দাবি বিকল্পধারার।

বাংলাদেশ কল্যাণ পার্টি জানায়, আচরণবিধি লঙ্ঘন রোধে গণমাধ্যমের সহযোগিতা এবং রিটার্নিং কর্মকর্তা কর্তৃক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনের এজেন্টদের জন্য ভোটের আগে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ফেক চেকিং ও এআই ব্যবহার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে দলটি।

বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল দাবি জানিয়েছে, প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করার পর নির্বাচনী এজেন্টদের তালিকা দিতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অবৈধ ও কালো টাকার ব্যবহার এবং অবৈধ অস্ত্র উদ্ধার রোধ করার দাবি জানিয়েছে দলটি।

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট জানায়, সকল প্রার্থীকে এক‌ই মঞ্চে ইশতেহার ঘোষণা করার ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ক্ষমতা বাড়াতে স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরাসরি ইসির অধীনে আনতে হবে। সেই সাথে দ্বৈত নাগরিকত্ব বাতিল করে নির্বাচনে অংশগ্রহণ আরপিওতে সংযুক্ত করার পাশাপাশি যানবাহনে নির্বাচনী প্রচারণা বা শোডাউন নিষিদ্ধ করার প্রস্তাব করেছে দলটি।

আমার বার্তা/এমই

রায় ঐতিহাসিক, জনগণকে সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান সরকারের

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

আইজিপি মামুনের সাজায় শহীদ পরিবার-আহতদের অসন্তোষ, পুনর্বিবেচনার দাবি

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের পাঁচ বছরের সাজার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবার

হাসিনার রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মৃত্যুদণ্ডের ঘটনায় দেশে কোনো আতঙ্ক দেখছেন না বলে

স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব জব্দ

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যানের কারাগারে মৃত্যু

রায় ঐতিহাসিক, জনগণকে সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান সরকারের

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন এক যুবক

চট্টগ্রাম বন্দরে ড্যানিশ কোম্পানির ৬৭০০ কোটি টাকা বিনিয়োগ

১০ বছর আগের সাকা চৌধুরীর সেই ভবিষ্যৎবাণী সত্যি হলো

আজ সোমবার শেয়ারবাজারে বড় উত্থান

পৃথিবীর যেকোনো আদালতে হাসিনার একই সাজা হবে: চিফ প্রসিকিউটর

রাশিয়ান ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা হস্তান্তর

আইজিপি মামুনের সাজায় শহীদ পরিবার-আহতদের অসন্তোষ, পুনর্বিবেচনার দাবি

অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট নয়, তবে ভবিষ্যতের মাইলফলক: সালাহউদ্দিন

লালদিয়া টার্মিনাল নির্মাণে এপিএম টার্মিনালসের সঙ্গে সরকারের চুক্তি

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বেচা-কেনায় নতুন সিদ্ধান্ত গ্রহণ

হাসিনার রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনা-কামালদের বিচার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত

বিসিএসের সিলেবাস ও প্রশ্নের ধরণে আসছে পরিবর্তন

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে মিষ্টি বিতরণ

হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দেওয়ার নির্দেশ

নিরাপত্তায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি রাজশাহী বিচার বিভাগের

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা

স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব জব্দ