বাংলাদেশে শিশুদের বাণিজ্যিক যৌন নিপীড়ন থেকে রক্ষা করতে নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম)। আজ বুধবার রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘প্রজেক্ট সুরক্ষা’র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও কার্যকর কাঠামো গড়ে তোলা জরুরি। উদ্বোধনী বক্তব্যে আইজেএমের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহসভাপতি ক্লেয়ার উইলকিনসন বলেন, “শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা ও শক্তিশালী কাঠামো অপরিহার্য।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজেএমের প্রধান কর্মসূচি কর্মকর্তা ব্লেয়ার বার্নস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া এনডিসি এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।
এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন অনির্বাণের সভাপতি আল-আমিন নয়ন, সিআইডির অতিরিক্ত ডিআইজি আলী আকবর খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. মাহবুবুর রহমান।
আয়োজকেরা জানান, প্রকল্পটির মাধ্যমে বিচারব্যবস্থাকে শক্তিশালী করা, অপরাধীদের বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসন এবং বিচার দাবি বিস্তারে নানা কার্যক্রম নেওয়া হবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ শ্যারন কোহ্ন উ, অ্যাটর্নি স্যামসন ইনোসেনসিও ও মারিয়া থেরেসা সি ক্যাসিনো দক্ষিণ এশিয়ায় পাচার ও নিপীড়ন মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরেন। বিকেলে আয়োজিত এক প্যানেল আলোচনায় সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। সমাপনী বক্তব্য দেন ক্লেয়ার উইলকিনসন ও ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. সাইমা খান।
প্রায় ২০০ জন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন।
আইজেএম জানায়, গত ২৮ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় কাজ করছে তারা। বাংলাদেশেও সরকার, সুশীল সমাজ ও স্থানীয় জনগণের সঙ্গে কাজ করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ‘প্রজেক্ট সুরক্ষা’ বাস্তবায়ন করা হবে।
আমার বার্তা/এমই