ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে সরকার একদমই অনড় অবস্থানে আছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যা বলেছেন, সেটিই চূড়ান্ত। এ নিয়ে পিছপা হওয়ার কোনো অবকাশ নেই।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর আচরণে এখনও বড় কোনো পরিবর্তন আসেনি। তারা এখনও আগের মতো রাজনৈতিক ভাষা ব্যবহার করছে। বাস্তবতা হলো—নির্বাচন ঘিরে সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না।
আইন উপদেষ্টা আরও জানান, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারের বিষয়ে যেসব প্রস্তাব এসেছে, তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই দুটি প্রতিষ্ঠানকে আরও কার্যকর করতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যেই প্রস্তাবিত আইন পাস করার চেষ্টা থাকবে। তিনি জানান, আজ থেকেই এই আইনের খসড়া তৈরির কাজ শুরু হচ্ছে।
আমার বার্তা/জেএইচ