শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষাবিভাগের সচিব হিসেবে পদায়ন পেয়েছেন প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা রেহানা পারভীন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) নতুন শিক্ষা সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডঃ মুহাম্মদ আজাদ খানের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এছাড়া ন্যাশনালিস্ট বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের আহবায়ক ডক্টর এস এম আলমগীর কবির, সদস্য সচিব ডঃ গাজী মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক ডঃ সৈয়দ শামসুদ্দোহা এবং গাজী মো. কাউছারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে শিক্ষা সচিব রেহানা পারভীন এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন।
আমার বার্তা/এমই