ই-পেপার বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

ডনবাসে থেমে যেতে পারে রুশ-ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনা

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৫, ১৪:৩৯

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা জোরদার হয়েছে। এ নিয়ে আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে বিরল বৈঠক হয়েছে। গতকাল সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হয়েছে। এই আলোচনায় মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দনবাস এলাকা। দীর্ঘদিন ধরেই এই এলাকায় নজর দিয়েছে রাশিয়া। বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে এটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও, ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ইউরোপীয় নেতারা এবং রাশিয়ার মধ্যে স্পষ্ট বিভেদ রয়ে গেছে। সোমবারের কূটনৈতিক আলোচনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য আগ্রহী হয়ে উঠেছে। এই আলোচনায় ভূমি অদলবদল অথবা দখল ছেড়ে দেওয়ার প্রসঙ্গ উঠে আসছে বারবার। ইউক্রেনীয়রা স্পষ্ট করে বলে দিয়েছে তাঁরা এক ইঞ্চি মাটিও ছাড়তে রাজি নন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের চাপে সেই অবস্থান শেষ পর্যন্ত নেতারা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক—এই দুটি অঞ্চল একত্রে দনবাস নামে পরিচিত। সোভিয়েত যুগে এটি ছিল কয়লাখনি ও ইস্পাত কারখানার এক বিশাল শিল্পাঞ্চল। তবে দনবাস অঞ্চলে উর্বর কৃষিজমি, গুরুত্বপূর্ণ নদ-নদী এবং আজভ সাগরের উপকূলও রয়েছে।

ঐতিহাসিকভাবে, দনবাস ইউক্রেনের সবচেয়ে বেশি ‘রুশ’ অধ্যুষিত অংশ। এখানে উল্লেখযোগ্য সংখ্যক রুশভাষী মানুষ বাস করে। প্রায় ১০ বছর আগে সিএনএনের এক সাংবাদিক এই অঞ্চলে একাধিক সফর করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সেখানকার উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মধ্যে ইউক্রেন সরকারের প্রতি তেমন একটা আগ্রহ বা ভালোবাসা নেই। এই অঞ্চল থেকে কিয়েভ বেশ দূরে।

২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর পুতিন এই দনবাস অঞ্চলকে কেন্দ্র করেই ইউক্রেনকে অস্থিতিশীল করার চেষ্টা শুরু করেন। রুশপন্থী মিলিশিয়ারা, যাদের মধ্যে কেউ কেউ ট্যাঙ্কসহ সুসজ্জিত, দ্রুত লুহানস্ক ও দোনেৎস্ক শহর দখল করে নেয়। সেই সময় ইউক্রেনের সামরিক বাহিনী ছিল অপ্রস্তুত এবং দুর্বল।

ইউক্রেন সরকারের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় আট বছর ধরে এই দূরবর্তী অঞ্চলগুলোতে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলে। এতে ১৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। ২০১৪ সাল থেকে কমপক্ষে ১৫ লাখ ইউক্রেনীয় দনবাস ছেড়ে চলে গেছেন এবং অনুমান করা হয়, প্রায় ৩০ লাখ মানুষ এখনো রাশিয়ার দখলে থাকা অঞ্চলে বাস করছেন। বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কয়েক লাখ জনকে রুশ পাসপোর্ট বিতরণ করেছে রাশিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রার আক্রমণের আগের রাতে পুতিন দাবি করেন, তথাকথিত ‘সভ্য বিশ্ব’ দনবাসে ৪ কোটি মানুষের ওপর চালানো ‘ভয়াবহ গণহত্যাকে’ উপেক্ষা করছে। এরপর তিনি লুহানস্ক এবং দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। ওই বছরের শেষের দিকে, মস্কো একতরফা গণভোটের মাধ্যমে দোনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেয়। যদিও তখনো এই অঞ্চলগুলোর কিছু অংশ তাদের সম্পূর্ণ দখলে ছিল না।

ক্রেমলিনের কাছে, দখল করা ভূমি থেকে সরে আসার চেয়ে, যে অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে মিশে গেছে, সেগুলো ছেড়ে দেওয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। বিশেষ করে পুতিনের মতো একজন নেতার জন্য, যিনি ‘বৃহত্তর রাশিয়া’ গড়ার ধারণায় মগ্ন। বিশ্লেষকদের মতে, রাশিয়ার বর্তমান অগ্রগতির হার অনুযায়ী, সম্পূর্ণ দনবাস অঞ্চল দখল করতে তাদের আরও কয়েক বছর সময় লাগবে। একই সঙ্গে, ইউক্রেনের পক্ষেও ইতিমধ্যে হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করা কঠিন: তারা প্রায় পুরো লুহানস্ক এবং দোনেৎস্কের ৭০ শতাংশের বেশি এলাকা হারিয়েছে।

স্লাভিয়ানস্ক, ক্রামাতোরস্ক এবং কস্তিয়ানতিনিভকার মতো শিল্প শহর, রেললাইন ও সড়কগুলোকে ঘিরে যে ‘দুর্গ’ ইউক্রেন ধরে রেখেছে, তা পুতিনের বাহিনীর জন্য একটি বড় বাধা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য দোনেৎস্কের অবশিষ্ট অংশ ছেড়ে দেওয়া রাজনৈতিকভাবে আত্মহত্যার শামিল হবে। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলজির মতে, ইউক্রেনীয়দের প্রায় তিন-চতুর্থাংশ রাশিয়ার কাছে কোনো ভূমি ছেড়ে দেওয়ার বিপক্ষে।

জেলেনস্কি বারবার উল্লেখ করেছেন, দোনেৎস্কের অবশিষ্ট অংশ থেকে পিছু হটলে তা মধ্য ইউক্রেনের বিশাল উন্মুক্ত সমভূমিকে পরবর্তী রুশ আক্রমণের জন্য অরক্ষিত করে তুলবে। এ ছাড়া, এটি ইউক্রেনের সংবিধান অনুযায়ী ভূমির অসাংবিধানিক আত্মসমর্পণ বলে বিবেচিত হবে। দনবাস, যা ২০১৪ সালেও ছিল, এখনো পুতিনের ইউক্রেন দখলের উচ্চাকাঙ্ক্ষার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক শৃঙ্খলার জন্য এটি ইউরোপের সবচেয়ে বড় পরীক্ষার জায়গা।

আমার বার্তা/এমই

পাকিস্তানে ভয়াবহ বন্যার মধ্যেই ভূমিকম্প

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। এর মধ্যেই এবার দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত

৮ মাসের অন্তঃসত্ত্বাকে বাংলাদেশে পুশ ইন ভারতের, সন্তানের কী হবে?

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা সুনালী বিবি। কিন্তু দিল্লি পুলিশ তাকে আটক করার পর গত ২৬

ইরানে জনসম্মুখে স্বামীর মৃত্যুদণ্ড কার্যকর, স্ত্রীর হবে কারাগারে

চার ব্যক্তিকে হত্যার দায়ে ইরানে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট)

মার্চে ‘শহীদ সোলেইমানি’ উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান

২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ‘শহীদ সোলেইমানি’ ন্যারোব্যান্ড নক্ষত্রমণ্ডল থেকে উপগ্রহের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকামী দলের মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্টের পুনর্বাসন সহজ হবে

শিক্ষা সচিবকে ফুলেল শুভেচ্ছা মাউশি ও শিক্ষক নেতৃবৃন্দের

মাইলস্টোনের তিন শিক্ষক চিরস্মরণীয় হয়ে থাকবেন: ড. ইউনূস

বিপিএলে ফিক্সিং নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

রাষ্ট্রপতির কাছে পাকিস্তান হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

এইচএসসির শেষ দিনের পরীক্ষায় অনুপস্থিত ১০ হাজার ৮৬০ শিক্ষার্থী

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিকে হারালেন সোহান-হাসান মাহমুদরা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া আরও স্বচ্ছ হবে: শিক্ষা উপদেষ্টা

পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না: দেশে ফিরে ফখরুল

২৮ পদে লড়তে চান ৬৫৮ প্রার্থী, শেষ দিনে জমা ১০৬ ফরম

পোশাক শিল্পে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজিএমইএ এর দৃঢ় অঙ্গীকার

এবার এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনারের পদায়ন ও বদলি

বিসিবির দায়িত্ব নিয়েই দুর্নীতি দূর করার হুঙ্কার মার্শালের

দেশে প্রথম জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস

মেহেরপুর সীমান্তে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়ানোর বিষয়ে ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

কিছু ব্যক্তি নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে: দুলু

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ঘাটে ফিরেছে হাজারো ট্রলার

পাকিস্তানে ভয়াবহ বন্যার মধ্যেই ভূমিকম্প

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুইজনকে আটক