আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আজ নিম্নচাপে রূপ নিতে পারে। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। বর্তমানে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে আবহাওয়া অধিতদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
আবহাওয়াবিদরা জানান, সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেখান থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে। যদিও এর গতিপথ এখনও নির্দিষ্ট বলা যাচ্ছে না। লঘুচাপটি এখনো বাংলাদেশ থেকে অনেকটা দূরে আছে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৩টি ঘূর্ণিঝড় হয়েছে বাংলাদেশে। এর মধ্যে গত ১৪ মে ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানে। ওই দিন সন্ধ্যা ৬টায় টেকনাফ হয়ে বাংলাদেশ উপকূল পেরিয়ে যায় ঘূর্ণিঝড়টি। গত ২৪ অক্টোবর মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে প্রাণহানি এবং বসতবাড়ি ও ফসলও নষ্ট হয়। এরপর ১৭ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’।
আমার বার্তা/জেএইচ