ই-পেপার শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
পরিবেশমন্ত্রী

ক্ষতিপূরণ আদায়ে জলবায়ু সম্মেলনে জোরালো অবস্থা নিবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:
২০ নভেম্বর ২০২৩, ১৮:৪১
আপডেট  : ২০ নভেম্বর ২০২৩, ১৮:৪৩
ক্ষতিপূরণ আদায়ে জলবায়ু সম্মেলনে জোরালো অবস্থা নিবে বাংলাদেশ

ক্ষতিপূরণ আদায়ে জলবায়ু সম্মেলনে (কপ-২৮) বাংলাদেশ জোরালো অবস্থা নিবে উল্লেখ করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য দায়ি দেশগুলো ক্ষতিপুরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করেনি। ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে বাংলাদেশের মতো দেশগুলো কাঙ্খিত ক্ষতিপুরণ পায়নি। তাই ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ প্রতিনিধিদল কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

সোমবার (২০ নভেম্বর) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৮তম বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিসিজেএফ সভাপতি কাওসার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক, বিসিজেএফ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাসউদুল হক এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

সভায় গত ১৭-১৮ নভেম্বর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত দু’দিনব্যাপী জলবায়ু ন্যায্যতা সম্মেলনে গৃহীত ৩৩দফা প্রস্তাবনা তুলে ধরেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

তিনি বলেন, ওই প্রস্তাবনায় জলবায়ু ক্ষতিপুরণ আদায়ে বাংলাদেশের জোরালো অবস্থান গ্রহণ, পরিবেশ ও কৃষি জমির ক্ষতি করে উন্নয়ন প্রকল্প গ্রহণ বন্ধ, উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগণের স্বার্থকে প্রাধান্য ও তাদের অংশগ্রহণ নিশ্চিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এ সকল বিষয়ে সরকার ও বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

ওই সকল সুপারিশ ও প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন পরিবেশ মন্ত্রী। তিনি বলেন, ক্ষতিপূরণের আশায় বসে না থেকে সরকার জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কাজ শুরু করেছে। পাশাপাশি জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মতামত নিয়ে একটি অবস্থানপত্র প্রণয়ন করেছে। বিগত কপসমূহের মত এবারো সম্মেলন স্থলে বাংলাদেশের পক্ষ থেকে ১৫২ বর্গমিটার আয়তনের একটি প্যাভিলিয়ন স্থাপন এবং এখানে বিভিন্ন সাইড ইভেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সকল আয়োজন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

জলবায়ু সম্মেলনকে ঘিরে প্রস্তুতি তুলে ধরে পরিবেশ মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে ‘লস এন্ড ড্যামেজ ফান্ড অপারেশনালাইজ’ করা এবং এর ‘ডিটেইল এরেঞ্জমেন্ট’ ঠিক করা; অভিযোজন সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্য ‘গ্লোবাল গোল অন এডাপটেশন’-এর কাঠামো প্রণয়ণ; উন্নয়নশীল দেশসমূহে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশসমূহ কর্তৃক ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর একশো বিলিয়ন মার্কিন ডলার প্রদান নিশ্চিত করা; জলবায়ু অর্থায়ন-এর সংজ্ঞা চূড়ান্ত করা এবং অভিযোজন অর্থায়ন দ্বিগুণ করা প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। আলোচনায় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশ ও জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত বিপন্ন ও ঝুঁকিপূর্ণ দেশসূহের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা।

আমার বার্তা/জেএইচ/এমই

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

মেরিন সেক্টরে বাংলাদেশ বিশাল সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ২১ শতাংশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে হিসাবে প্রায় প্রতি

ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন

৯ জানুয়ারি পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু