ই-পেপার শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রেল উন্নয়নে আগ্রহী বিশ্বের ৫ দেশ

রতন বালো
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১২

# গণপরিবহনে রূপান্তর করতে ইউরোপীয় মডেল কার্যকর করা প্রয়োজন -বিশেষজ্ঞমহল

# কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার -সাঈদ মাহবুব খান,অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ

বাংলাদেশ রেলকে আধুনিক ও উন্নত এবং গতিশীল করতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, ফ্রান্স ও রাশিয়া। বিশ্বের এই পাঁচ রাষ্ট্রের প্রযুক্তি ও কারিগরি জ্ঞানকে রেলের উন্নয়নে কাজে লাগানো গেলে যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন দেশের পর্যবেক্ষক মহল। বিশেষ করে ইউরোপের দেশ ফ্রান্স, স্পেন, জার্মানি ও রাশিয়ার রেল ব্যবস্থাপনাকে কাজে লাগাতে ইচ্ছুক বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলের আধুনিকায়নে ইউরোপের মডেল সারা বিশ্বেই প্রশংসিত বিধায় এই সুযোগ কাজে লাগানোর পক্ষে মত দিয়েছেন দেশের বিশেষজ্ঞরাও। বর্তমান অচলাবস্থা থেকে রেলকে উদ্ধার করে তাকে সঠিক গণপরিবহনে রূপান্তর করতে হলে ইউরোপীয় মডেল কার্যকর করা একান্ত অপরিহার্য বলে মনে করেন তারা। এর মাধ্যমে বাংলাদেশের রেল ব্যবস্থা আরো উন্নত হবে।

ইতোমধ্যে রেল উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ের ১১টি উপ-প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের জন্য জাপান, ফ্রান্স, মালয়েশিয়া এবং বাংলাদেশের চার প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ লক্ষ্যে রেলওয়ে সংযোগ উন্নয়নে কারিগরি সহায়তা প্রকল্প নামে এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার ক্রয় কমিটি।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ১১টি উপ-প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের জন্য রেলওয়ে সংযোগ উন্নয়নে কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। যৌথ উদ্যোগে কাজটি পেয়েছে জাপানের ওসিজি, ফ্রান্সের ইজিআইএস, মালয়েশিয়ার এইচএসএস এবং বাংলাদেশের সুদেব কনসাল্ট ইন্টারন্যাশনাল লিমিটেড। এতে মোট খরচ হবে ১৯৩ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৫০৬ টাকা।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে সম্প্রসারণ, আধুনিকায়ন ও বিনিয়োগে আকর্ষণের জন্য ২০২১ সালের ২২ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর রেলমন্ত্রীর নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও ফ্রান্স সফর করেছেন। ঐ বছরের ২২ নভেম্বর আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড ও কুবিক ট্রান্সúোর্ট সিস্টেম এর সাথে মতবিনিময় করেন এই প্রতিনিধি দল। সভায় বাংলাদেশের রেলওয়ের ইতিহাস, বর্তমান চলমান প্রকল্প, মাস্টার প্ল্যানে অন্তর্ভূক্ত প্রকল্পসমূহ ও রেল নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ উপস্থাপন করা হয় বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর ওয়েস্ট মিনিস্টারের চার্চহাউজে জি-ভলিউশন ও এক্সপোনেট চিনা এই দুই কোম্পানির সঙ্গে আমাদের মত বিনিময় হয়। এই দু’কোম্পানি ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, সিএনজি বা এলএনজির সাহায্যে ডুয়েল কনভার্সনসহ নানা বিষয়ে বিস্তারিতভাবে দুটো প্রস্তাব দেয়। এ প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়েতে লোকোমোটিভসমূহের প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে একটা পূর্ণাঙ্গ প্রস্তাব দাখিলের অনুরোধ জানানো হয় বলে জানান রেলপথ মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, বিভিন্ন সেশনে ঐ বছর ২৪ নভেম্বর ব্রিটিশ স্টিল ফ্যাক্টরি এর ম্যানুফ্যাকচারিং কার্যক্রম আমরা পরিদর্শন করি। ব্রিটিশ স্টিল ফ্যাক্টরি বাংলাদেশে চলমান ও ভবিষ্যত প্রকল্পে তাদের উৎপাদিত বিশ্বমানের পণ্য সরবরাহের বিষয়ে আগ্রহ দেখায়। এরপর গত ২৫ নভেম্বর ইংল্যান্ডের শেফিল্ডে অবস্থিত প্যানডোল ফ্যাক্টরি পরিদর্শন করা হয়। এ সময় কোম্পানিটির বোর্ড অব ডাইরেক্টরদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। যদিও তাদের উৎপাদিত রেল ক্লিপ বাংলাদেশে রেলওয়ের বঙ্গবন্ধু সেতু, ভৈরব সেতু প্রকল্পে ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে চলমান আখাউড়া- লাকসাম ও দোহাজারী-রামু-কক্সবাজার প্রকল্পের প্রয়োজনীয় রেল ক্লিপস এই কোম্পানির নিকট থেকে আমদানি করা হয়েছে। সফরের মধ্যে গত ২৬ নভেম্বর ইংল্যান্ডের ডার্বিশায়ের অবস্থিত ডেলনার ফ্যাক্টরি পরিদর্শন করা হয়। এই ফ্যাক্টরি মূলত রোলিং স্টকের কাপলার, ক্যারেজের গ্যাংওয়ে অ্যাডাপটারসহ ট্রেনের নিরাপত্তা সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রাংশ প্রস্তুত করে থাকে। সেখান থেকে বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য ১০০টি ব্রডগেজ ক্যারেজের কাপলার ও গ্যাংওয়ে এই ফ্যাক্টরি হাতে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন স্থাপনের কাজও শেষ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি আরো বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের দুই-তৃতীয়াংশের বেশি কাজ শেষ হয়েছে। কক্সবাজারে আইকনিক রেল স্টেশন স্থাপনসহ এই পথে সাতটি লোকাল রেল স্টেশন স্থাপন করা হচ্ছে। আশা করি ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

কক্সবাজারের রামু থেকে ঘুমধুম সীমান্ত পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ বন্ধ থাকার বিষয়ে রেলমন্ত্রী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের আওতায় রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের পরিকল্পনা ছিল। এই রেল লাইন ঘুমধুম থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা। যা ট্রান্সলেশন রেলওয়ের কোয়ার্টারের সঙ্গে সংযোগ স্থাপন করবে। কিন্তু মিয়ানমার অংশে এই রেললাইন স্থাপনের সমীক্ষা করা হয়নি। তাই প্রকল্পের ওই অংশের কাজ বন্ধ আছে।

বাংলাদেশ রেলকে গতিশীল করতে যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, ফ্রান্স ও রাশিয়া আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যে রেলওয়ের ১১টি উপ-প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের জন্য জাপান, ফ্রান্স, মালয়েশিয়া এবং বাংলাদেশের চার প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগও দেয়ার বিষয়টি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। এখন পর্যায়ক্রমে সকল উন্নয়ন প্রল্পের কাজ হবে বলে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান।

এবি/ জেডআর

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

মেরিন সেক্টরে বাংলাদেশ বিশাল সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ২১ শতাংশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে হিসাবে প্রায় প্রতি

ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন

৯ জানুয়ারি পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু