ই-পেপার বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট

আমার বার্তা অনলাইন
৩০ জুলাই ২০২৫, ১১:৩৮
আপডেট  : ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৬ আগস্ট আদেশ দেবেন আপিল বিভাগ।

বুধবার (৩০ জুলাই) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, অ্যাডভোকেট আহসানুল করিম। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৭ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়।

গত ৯ জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবীর এ আবেদন করেন। পরে রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমে অন্তর্ভুক্ত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা আবেদন করেন।

২০১৫ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ। যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০১৬ সালের ১০ নভেম্বর। সেই রায়ে বলা হয়, ১. সংবিধান যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেহেতু রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের শুরুতেই সাংবিধানিক পদাধিকারীদের গুরুত্ব অনুসারে রাখতে হবে।

২. জেলা জজ ও সমমর্যাদার বিচার বিভাগীয় সদস্যরা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের ২৪ নম্বর থেকে ১৬ নম্বরে সরকারের সচিবদের সমমর্যাদায় উন্নীত হবেন। জুডিশিয়াল সার্ভিসের সর্বোচ্চ পদ জেলা জজ। অন্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে সচিবরা রয়েছেন।

৩. অতিরিক্ত জেলা জজ ও সমমর্যাদার বিচার বিভাগীয় সদস্যদের অবস্থান হবে জেলা জজদের ঠিক পরেই, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের ১৭ নম্বরে।

রায়ে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম কেবল রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। নীতি নির্ধারণী ক্ষেত্র বা অন্য কোনো কার্যক্রমে যেন এর ব্যবহার না হয়।

প্রসঙ্গত, রুলস অব বিজনেস অনুযায়ী ১৯৮৬ সালের ১১ সেপ্টেম্বর ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে তৈরি করে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। ২০০০ সালে এটি সংশোধন করা হয়। সংশোধিত এ ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব আতাউর রহমান। ওই রিটের ওপর ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে ওই ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে বাতিল করে আট দফা নির্দেশনা দেওয়া হয়।

আমার বার্তা/জেএইচ

শেখ হাসিনা-জয়সহ পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ

রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দেওয়া এক জবানবন্দিতে বলেছেন,  জুলাই গণ-অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে

অভিজিৎ হত্যা মামলায় জামিন পেলেন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবি

এক দশক আগে ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবিকে

এস আলম গ্রুপের মালিকসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জাল রেকর্ডপত্র তৈরি করে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাৎ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণা, আটক ২

এপিআই ও এক্সিপিয়েন্ট উৎপাদনে বাংলাদেশের আত্মনির্ভরশীলতা

সাদিক সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে

ঢামেক থেকে ভুয়া চিকিৎসক ও সহযোগী আটক

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় অপতথ্য ছড়াচ্ছে ফ্যাক্টওয়াচ

ছাত্রদল নেতা সৌরভ পাল বহিষ্কার, চারজনের কাছে ব্যাখ্যা তলব

‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’– স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ

এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণে এনবিআরের ব্যর্থতার কারণ

জার্মানির অলিম্পিক স্বর্ণজয়ীর মৃত্যু পাকিস্তানের কারাকোরামে

সূচকের বড় উত্থানের মধ্য দিয়েই পুঁজিবাজারের লেনদেন চলছে

শেখ হাসিনা-জয়সহ পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড

রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি

বাংলাদেশি হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন মুসলিম বাসিন্দারা

প্রকৃত আয়ের তুলনায় স্বল্প আয়ের মানুষদের ক্রয়ক্ষমতায় রয়েছে স্বল্পতা

তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জাতিকে একটি নতুন দিশা দেখাবে: সালাহউদ্দিন