ই-পেপার বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে: দেবপ্রিয়

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৫, ১৪:৩৬

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের এখন তাদের ‘এক্সিট প্ল্যান’ নিয়ে গভীরভাবে ভাবার সময় এসেছে। তিনি বলেন, এ ধরনের সরকারের গ্রহণযোগ্যতা, কার্যপরিধি ও ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর ওপর প্রভাব বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া দরকার।

বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘গভর্ন্যান্স ও নির্বাচনপূর্ব রাজনৈতিক প্রক্রিয়া’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, “অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ ভবিষ্যতে যে সরকার আসবে, তারা কতটা বৈধতা দেবে, সেটিও এখনই চিন্তার বিষয়। এক্ষেত্রে এক্সিটের ধরন ও সময়সূচি সুস্পষ্ট হওয়া দরকার।”

সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এখানে যতটুকু না করলেই নয়, ততটুকু করা উচিত। অতি সংস্কারের মোহে না গিয়ে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, “সরকার সংস্কারের কথা বলে মূলত সময়ক্ষেপণের কৌশল নিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে নির্বাচন বিলম্বিত করা।”

তিনি বলেন, “বর্তমানে রাজনৈতিক অবস্থা ও আন্তর্জাতিক চাপ বিবেচনায় অক্টোবরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত। নির্বাচন আর পেছালে গণতান্ত্রিক ধারার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।”

প্রচলিত প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়েও মন্তব্য করেন মাসুদ কামাল। তিনি বলেন, “পিআর পদ্ধতি তাত্ত্বিকভাবে ভালো হলেও, এখনকার বাস্তবতায় তা সময়োপযোগী নয়। রাজনৈতিক পরিপক্বতা ও সামাজিক গ্রহণযোগ্যতার ঘাটতি থাকায় এটি কার্যকরভাবে প্রয়োগ সম্ভব নয়।”

সিপিডি আয়োজিত এ সেমিনারে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মূলত অন্তর্বর্তী সময়ের গভর্ন্যান্স, নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিবেশ এবং কাঠামোগত সংস্কার নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সবার বক্তব্যে উঠে আসে নির্বাচন ও সংস্কার যেন একে অপরের বিকল্প না হয়ে পড়ে এবং একটি সুষ্ঠু রাজনৈতিক রূপান্তরের পথে এগিয়ে যেতে পারে দেশ—এ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান।

আমার বার্তা/এমই

যেসব এলাকা নিয়ে নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। জনসংখ্যার ভিত্তিতে

জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে: ফারুক-ই-আজম

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ইতিমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে।

বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ এসিল্যান্ড প্রত্যাহার

দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করা

হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা, ঢাকায় প্রশিক্ষণ

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’– স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ

এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণে এনবিআরের ব্যর্থতার কারণ

জার্মানির অলিম্পিক স্বর্ণজয়ীর মৃত্যু পাকিস্তানের কারাকোরামে

সূচকের বড় উত্থানের মধ্য দিয়েই পুঁজিবাজারের লেনদেন চলছে

শেখ হাসিনা-জয়সহ পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড

রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি

বাংলাদেশি হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন মুসলিম বাসিন্দারা

প্রকৃত আয়ের তুলনায় স্বল্প আয়ের মানুষদের ক্রয়ক্ষমতায় রয়েছে স্বল্পতা

তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জাতিকে একটি নতুন দিশা দেখাবে: সালাহউদ্দিন

নওগাঁ সীমান্তে নারীসহ দশ জনকে বিএসএফের ‘পুশ ইন’

বন্যায় তছনছ বেইজিং : মৃত ৩৮, সরানো হলো ৮০ হাজার মানুষকে

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন বন্ধু সৌরভ

ভারতের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার

বেন-গুরিয়নসহ ইসরাইলের ৪ গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা

যেসব এলাকা নিয়ে নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন