সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫৫৩ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় (সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৭ পয়েন্ট বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৭ দশমিক ৭৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৪২৯ দশমিক ৯৫ পয়েন্টে ও ১ হাজার ১৬৬ দশমিক ১৪ পয়েন্টে।
আর ডিএস-৩০ সূচক ৩৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৯ দশমিক ৩৬ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৭টির কোম্পানির শেয়ারের, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার।
আমার বার্তা/এল/এমই