মলদোভার কিছু টেলিগ্রাম চ্যানেল সেন্সর করতে পরোক্ষভাবে প্রস্তাব দেয় ফ্রান্সের গোয়েন্দা সংস্থা— এমনই অভিযোগ আনলেন টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার পাভেল দুরভ। বিনিময়ে, তার ফ্রান্সে চলমান মামলায় সহায়তা করার আশ্বাস দেয় সংস্থাটি।
রোববার মলদোভায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে থাকা সরকারের বিপরীতে প্রভাব বিস্তার করছে রাশিয়া-সমর্থিত বিরোধী দল।
দুরভ বলেছেন, প্যারিসে আটকে থাকার সময় এক মধ্যস্থতাকারীর মাধ্যমে তাকে অনুরোধ করা হয় কিছু চ্যানেল সরিয়ে দিতে। যদিও টেলিগ্রামের নিয়ম ভঙ্গকারী কয়েকটি চ্যানেল তিনি নিজেই সরিয়েছেন। তবে ফরাসি গোয়েন্দাদের ওই প্রস্তাবকে তিনি “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছেন।
তিনি আরও দাবি করেন, যদি ফরাসি সংস্থা সত্যিই বিচারকের সঙ্গে যোগাযোগ করে থাকে, তবে এটি আদালতের প্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল। আর যদি মিথ্যা দাবি করে থাকে, তবে এটি তার আইনি পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, দুরভ রোমানিয়ার নির্বাচনকেও ঘিরে একই ধরনের অভিযোগ করেছিলেন।
২০২৪ সালে ফ্রান্সের বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন দুরভ। বর্তমানে তিনি সেখানেই বিচারাধীন অবস্থায় রয়েছেন। ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে সংগঠিত অপরাধে সহায়তা করা হচ্ছে। তবে দুরভ অভিযোগগুলোকে “আইনগত ও যৌক্তিকভাবে হাস্যকর” বলে উড়িয়ে দিয়েছেন।
টেলিগ্রাম বর্তমানে বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে রাশিয়া, ইউক্রেনসহ সাবেক সোভিয়েত অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী একটি প্ল্যাটফর্ম।
আমার বার্তা/জেএইচ