ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবানা। দেশীয় চলচ্চিত্রকে বাণিজ্যিক রূপ দেয়ার জন্য এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অনন্য ভূমিকা রেখেছেন শাবানা।
আজ এই সুদর্শিনী নায়িকার জন্মদিন। জীবনের ৭০টি বসন্ত পেরিয়ে একাত্তর বছরে পা রাখলেন তিনি। বিশেষ দিনটিতে ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজক এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীর ভালোবাসায় ভাসছেন এ অভিনেত্রী।
শাবানার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক। আজ বেলা ১১টার দিকে এ নায়ক লেখেন, ‘একজন অভিনেত্রী বা অভিনেতা যে সমাজকে বদলে দিতে পারে, তা আপনার অভিনয়ের মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে।’
সাইমন লেখেন, ‘আপনার অভিনয় দেখে শিক্ষা গ্রহণ করেনি এমন মানুষ বাংলায় কম। অনেক পরিবারের আচরণ সুন্দর হয়ে গেছে আপনার সিনেমা দেখে। শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও যে আপনি কতো বড় মনের মানুষ, তা আপনার সঙ্গে দেখা না হলে বুঝতামই না। জানতাম না সিনেমা ও দেশের মানুষের প্রতি আপনার যে ভালোবাসা কতো গভীরে আপনি লালন করেন, আমাদেরকে কতো ভালোবাসেন ‘
‘জীবনে একদিন দেখা হয়েছে আমাদের, মিশা ভাইয়ের মাধ্যমে। আপনার স্নেহ পেয়ে মনে হয়েছিল আমি আপনার অনেক আপন। আপনি আমাদের আপনের আপন। আপনি আমাদের অভিভাবক।’
সবশেষ এ নায়ক লেখেন, ‘আজ আপনার জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ম্যাডাম। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি আপনাকে সবসময় সুস্থ রাখুক, সুন্দর রাখুক। শুভ জন্মদিন, ম্যাডাম।’
প্রসঙ্গত, ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্ম শাবানার। পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। রাজধানীর গেন্ডারিয়া হাইস্কুলে ভর্তি হলেও মাত্র ৯ বছর বয়সে শিক্ষা জীবনের ইতি ঘটে এ নায়িকার।
এবি/আরআই