দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন চলচ্চিত্রেই বেশি ব্যস্ত। ঢালিউড থেকে টলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই নিত্য নতুন চরিত্রে নিজেকে মেলে ধরছেন। নতুন বছরের শুরুর দিকেই আসছে তার আরেকটি নতুন সিনেমা। নাম ‘কাজল রেখা’। ছবিটি নির্মাণ করেছেন ‘মনপুরা’খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। তিনি নিজেই জানিয়েছেন, এটি তার স্বপ্নের সিনেমা। সুতরাং ছবিটির বিশেষত্ব কতখানি, তা বলা বাহুল্য।
সম্প্রতি ছবিটির মুক্তি উপলক্ষে শুরু হয়েছে প্রচারণা। সেটার অংশ হিসেবেই উন্মুক্ত করা হয়েছে ছবির অন্যতম চরিত্র কঙ্কন দাসীর ফার্স্ট লুক; যাতে অভিনয় করেছেন মিথিলা। যাতে দেখা গেলো প্রায় ৪০০ বছর আগের মিথিলাকে!
বিশেষ ওই স্থিরচিত্রে দেখা যায়, ব্লাউজবিহীন ছাই রঙা শাড়ি পরেছেন মিথিলা। মাঝখানে সিঁথি করা চুল, সাবেকি ধাঁচের সোনার গয়না আর নথে যেন প্রাচীন বাংলার নারীদের অবয়ব ধারণ করেছেন তিনি। মিথিলার এই লুক প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া পড়ে গেছে। মিথিলা ভক্তরা প্রিয় অভিনেত্রীর এমন নতুন লুক খুব পছন্দ করেছে। এখন এই লুকের জন্য প্রশংসা পাচ্ছেন এই তারকা।
এদিন ‘কাজল রেখা’র আরও একটি স্থিরচিত্রে পাওয়া গেলো মিথিলাকে। যেখানে তিনি শুটিংয়ের ফাঁকে ফোনে ব্যস্ত সময় পার করছিলেন। তার পাশে দেখা যাচ্ছে সহশিল্পী মন্দিরা চক্রবর্তীকে। দুজনের পরনেই ব্লাউজহীন শাড়ি; যা আবহমান বাঙালি নারীদের প্রতিনিধিত্ব করে।
মিথিলা এই মুহূর্তে অবস্থান করছেন কলকাতায়। সেখানে বড়দিন উদযাপন করেছেন স্বামী সৃজিত মুখার্জি ও চেনা বন্ধু-স্বজনের সঙ্গে। তাই ‘কাজল রেখা’ নিয়ে তার তাৎক্ষণিক মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তিনি আগেই বলেছেন, ‘আমাদের আশপাশে যেসব ছবি হয়, সেগুলোতে নায়ক-খলনায়ক চরিত্রে পুরুষ থাকেন। কিন্তু এই ছবিতে মুখ্য দুই চরিত্রই নারী। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে।’
বড় আয়োজনে নির্মিত হয়েছে ‘কাজল রেখা’। এর সেট নির্মাণে কাজ করেছেন হাজং, মগ ও চাকমা নৃগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ। ছবিটি নিয়ে গিয়াসউদ্দিন সেলিম জানিয়েছেন, বাঙালি সংস্কৃতির মিশেলে সৃষ্ট ২০টির মতো গান রয়েছে ‘কাজল রেখা’ সিনেমায়। এর মধ্যে প্রথম গানটি আসছে আগামী ২৮ ডিসেম্বর।
এ ছবিতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, গাউসুল আলম শাওন, খায়রুল বাসার, ইরেশ যাকের প্রমুখ। এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।