ই-পেপার রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০

আ.লীগের মনোনয়ন ফরম নেবেন না একাধিক তারকা

অনলাইন ডেস্ক:
২১ নভেম্বর ২০২৩, ১৪:৪৭
আপডেট  : ২১ নভেম্বর ২০২৩, ১৪:৫২
আ.লীগের মনোনয়ন ফরম নেবেন না রিয়াজ, জায়েদসহ একাধিক তারকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন অন্তত এক ডজন অভিনয়শিল্পী। ইতোমধ্যেই তাদের অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তবে নির্বাচনকে ঘিরে আলোচনায় থাকলেও শেষমেষ আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেননি একাধিক তারকা। যাদের মধ্যে রয়েছে চিত্রনায়ক রিয়াজ, জায়েদ খান, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অরুনা বিশ্বাস, অপু বিশ্বাসের নাম।

সম্প্রতি সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় দেখা গেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো আগ্রহ প্রকাশ করেননি রিয়াজ। এ বিষয়ে গণমাধ্যমকে এই তারকা বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে ধারণ করি। আওয়ামী লীগকে পছন্দ করি। তবে সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা বা আগ্রহ এখন পর্যন্ত আমার নেই। আমি মনে করি, আওয়ামী লীগে অনেক যোগ্য প্রার্থী রয়েছে। যাদের শরীরে এখনও বুলেটের দাগ আছে, নির্যাতনের চিহ্ন আছে। তারাই নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য।’

রিয়াজ আরও বলেন, ‘আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করার মতো কোনো চিন্তাভাবনা আমার নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ভেবে দেখব।’

একই কথা চিত্রনায়ক জায়েদ খানের কণ্ঠেও। সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনায় থাকলেও মনোনয়ন ফরম সংগ্রহ করেননি তিনি। গণমাধ্যমকে এই অভিনেতা জানান, ‘অনেকেই মনে করেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি এমপি হওয়ার জন্য। কিন্তু না, আমি এই দলটিকে সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ধারণ করি। সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম তুলছি না, তবে দলের যেকোনো কর্মকাণ্ডে, প্রয়োজনে পাশে আছি।’

আওয়ামী লীগের রাজনীতিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা যায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। তবে রাজনীতিতেই আরও সময় দিতে চান এই অভিনেত্রী। আপাতত নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই তার।

এ বিষয়ে জ্যোতি বলেন, ‘আমি মনে করি, রাজনীতিতে আমার এখনও অনেক কিছুই দেওয়ার বাকি। এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম তুলছি না। তবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় থাকছি। এরইমধ্যে দলের হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছি।’

চিত্রনায়িকা অপু বিশ্বাসের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন থাকলেও গণমাধ্যমকে তিনি স্পষ্টই জানান, নির্দিষ্ট কোনো আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার মতো সিদ্ধান্ত নেননি তিনি। তবে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কোনো দায়িত্ব দিতে চান তাহলে তিনি সেটা পালন করবেন।

একই কথা অভিনেত্রী অরুনা বিশ্বাসেরও। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকলেও দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন ফরম তোলার কোনো ইচ্ছা নেই তার। তিনি মনে করেন, রাজনীতিতে আরও যোগ্য ব্যক্তিরা আছেন। তাদেরই উচিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। অরুনা বলেন, ‘নির্বাচনের জন্য কোনো মনোনয়ন ফরম সংগ্রহ করছি না। তবে আওয়ামী লীগের পাশে আছি, অতীতেও যেভাবে ছিলাম, ভবিষ্যতেও সেভাবেই থাকব।’

শোবিজ অঙ্গনে মনোনয়ন নিয়ে গুঞ্জন ছিল চিত্রনায়িকা পূর্ণিমাকে ঘিরেও। এই অভিনেত্রী জানান, তার এমন কোনো পরিকল্পনাই নেই। পূর্ণিমার কথায়, ‘যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারাই মনোনয়ন প্রত্যাশা করতে পারেন। রাজনীতিতে আমি তাদের তুলনায় একদমই শিশু। তাই নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন সংগ্রহের কোনো ইচ্ছে বা পরিকল্পনা নেই আমার।’

আমার বার্তা/জেএইচ

অভিষেকের পর এবার বিয়ের আংটি খুললেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনটি ক্রমশ ডালপালা ছড়াচ্ছে। নতুন করে রটনা রটেছে, এবার নাকি শ্বশুর বাড়ি ছেড়ে

হলিউডের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ‘জওয়ান’

হলিউডের জনপ্রিয় অ্যাওয়ার্ডগুলোর মধ্যে একটি ‘অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড’। আগামী বছর এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে শাহরুখ

প্রথম সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে হৃতিক-দীপিকা

প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। ‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে

মৃত্যুর পর আমার শরীর কারো কাজে লাগলে শান্তি পাব

গতকাল নিজের ৩০তম জন্মদিনে দারুণ এক ঘোষণা দিলেন ‘কাঠবিড়ালী’ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া—মরণোত্তর দেহদান করবেন। মানবিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী আদম তমিজী হক গ্রেপ্তার

বে‌শি দামে পেঁয়াজ বি‌ক্রি করায় ১৩৩ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে ৩৭ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

ভূরাজনীতির নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে

দুর্ভিক্ষ আসলে সেটা হবে শেখ হাসিনার জুলুমের ফসল

ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই

হেফাজতের সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে ইসি

শিক্ষার্থীরা যেন পিছিয়ে না থাকে তা আমরা নিশ্চিত করতে চাই

অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিলি

মনোনয়ন প্রতারণায় ৫০ লাখ খোয়ালেন আ.লীগ নেতা, গ্রেপ্তার ৩ 

জেতার রহস্য জানালেন টিম সাউদি

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজসেরা তাইজুল

বিজয় উপলক্ষে 'কন্যা'র ‘এক্সক্লুসিভ হেলথ কন্সালটেন্সি’

মুশফিকের স্পট ফিক্সিং ইস্যুতে মুখ খুললেন পাপন

জোটের বাইরে কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সুযোগ নেই: হানিফ

কিয়ামতের দিন অন্যের পাপের বোঝা নিজের কাঁধে বহন করবে যারা

পাঁচ দিনে ইসিতে ৫৬১ প্রার্থীর আপিল

পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

ক্রিকেটারদের শাস্তি দিতে গেলে সবাই আমাকে ধুয়ে দেয়: পাপন

গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য