ইউটিউব চ্যানেল হ্যাক করার অভিযোগে ঢাকায় চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলির জিডিতে জাহিদুল ইসলাম অপু নামে আরও একজনকে বিবাদী করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আওলাদ হোসেন মামুন বলেন, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে জিডিটি রেকর্ডভুক্ত করা হয়েছে। একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তদন্তপূর্বক বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিডিটিতে উল্লেখ করা হয়, গত ২০১৬ সালের জুনে হাইএসকে ফিল্মস ইন্টারন্যাশনাল থেকে ‘এসকে ফিল্ম সেন্ট ৭৭২২’ ওপেন করা হয়। বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম গত ২৯ আগস্ট আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন।
এরপর ৩১ আগস্ট সকাল আটটার দিকে দুই নম্বর বিবাদী এক নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবেন বলে জানান। পরে দুই নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা না দিলে আমার ইউটিউব চ্যানেল ফেরত দেবে না বলে ভয়-ভীতি ও হুমকি দেয়। এ বিষয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।