ই-পেপার বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১
‘জওয়ান’ উন্মাদনা

ভোর ৪টায় প্রেক্ষাগৃহে দর্শক, রাস্তায় মিছিল

বিনোদন বার্তা ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৫
আপডেট  : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৫

ভারতজুড়ে ‘জওয়ান’-এর মতো এত উন্মাদনা আগে কোনো সিনেমার জন্য দেখা যায়নি। গতকাল বুধবার রাত থেকেই জেগে ছিল পুরো ভারত। বহু জায়গাতেই বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়ে যায় ‘জওয়ান’-এর প্রথম শো। আর তা নিয়েই রীতিমতো হইচই। শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজে চলছে ভারতজুড়ে এই উন্মাদনা।

পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা হলে ভোরবেলা থেকেই বহু শো হাউসফুল। মুম্বাইয়ে ভোরের প্রথম শো দেখে রাস্তায় মিছিল করেছেন শাহরুখ খানের অনুরাগীরা। ভোর ৫টা থেকেই শুরু হয় মিছিল। তার সঙ্গে ‘উই লাভ শাহরুখ’ স্লোগান। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক দল অনুরাগী মিছিল করতে করতে প্রথম শো দেখতে চলেছেন। সঙ্গে লেখা হয়েছে, ‘এখন ভোর ৫.৩৫। আমরা সকাল ৬টার প্রথম শো উদ্‌যাপন করার জন্য বেরিয়ে পড়েছি। বলিউড বাদশাহকে বড় পর্দায় স্বাগত’।

এই ভিডিও রীতিমতো ভাইরাল। তা দেখে চুপ থাকতে পারলেন না স্বয়ং বলিউড বাদশাহ। শাহরুখ লিখেছেন, ‘লাভ ইউ বয়েজ অ্যান্ড গার্লস। আশা করি, সিনেমাটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সিনেমা হলে দেখব বলে জেগে আছি। অনেক ভালোবাসা আর ধন্যবাদ’।

প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রও শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শাহরুখ, জওয়ানের জন্য অনেক শুভকামনা।’ উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আপনাকে ভালোবাসি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। কাছে এসে শক্ত আলিঙ্গন করব।’

বিক্রম পরিচালক লোকেশ কানাগরাজের টুইটের জবাবও দিয়েছেন এসআরকে। চলচ্চিত্র নির্মাতা টুইট করেছেন, ‘এসআরকে স্যার, আমার প্রিয় ভাই অ্যাটলি, অনিরুধ, নয়নথারা, বিজয় সেতুপতি এবং জওয়ানের পুরো কাস্ট এবং ক্রুকে ব্লকবাস্টার হওয়ার জন্য পরম শুভকামনা জানাচ্ছি।’ উত্তরে শাহরুখ খান বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে সময় পেলে ছবিটি দেখার নিমন্ত্রণ রইল। তামিলে দেখুন এবং আমরা কেমন করেছি জানান। এবং লিওর প্রতিও আমার সব ভালোবাসা।’