‘ব্যাচেলর পয়েন্ট’ বাংলাদেশের নাটক জগতে বড় এক মাইল ফলকের নাম। যেখানে ‘হাবু ভাই’ নামের চরিত্রটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। ‘হাবু ভাই’ নামে বেশি পরিচিত হলেও, তার আসল নাম চাষী আলম। এরই মধ্যে এ অভিনেতার বিয়ের খবর সামনে এলো। কনের নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন।
৫৬ বছর বয়সী চাষী বললেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে হচ্ছে। বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’
জানা যায়, গায়েহলুদ অনুষ্ঠান চাষীর বাড়িতে হয়েছে। গুলশানের একটি ভেন্যুতে হবে বিয়ের আয়োজন।
এবি/আরআই