ই-পেপার বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

‘ব্যক্তিগত’ ভিডিও এআই দ্বারা নির্মিত দাবি বিএফআইইউ প্রধানের

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৫, ১৬:১৩

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের একটি ‘ব্যক্তিগত ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টির তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ভিডিওগুলোর সত্যতা যাচাই করছে।

এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে এ এফ এম শাহীনুল ইসলাম বলেন, ‘আমার মতো ব্যক্তি কি এমন করতে পারে? এটা ভুয়া এবং আমার বিরুদ্ধে চক্রান্ত। শুরু থেকেই একটা চক্র আমার বিরুদ্ধে লেগে আছে। এটা সেই ষড়যন্ত্রের অংশ।’

তিনি আরও দাবি করেন, ‘তার কর্মকাণ্ডে কয়েকটি কোম্পানি ও কিছু ব্যক্তির স্বার্থে আঘাত লাগায় এরকম ঘটনা ঘটানো হয়েছে। তারা অফিসে আমার মিটিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও জোড়াতালি দিয়ে এআই এর মাধ্যমে একটা অসামাজিক ও কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে দিয়েছে।’

এ এফ এম শাহীনুল ইসলাম বলেন, ‌‘আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পরে দেশের অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। এ দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে অনেকের শত্রুতে পরিণত হতে হয়েছে। এটি একটি বিশাল কাজ। দেশের মানুষের অর্থ দেশে ফিরিয়ে আনতে অনেকের বিরদ্ধে মামলা করতে হয়েছে, অনেকের কোটি কোটি টাকা ফ্রিজ করতে হয়েছে। প্রতিদিনই এ কাজ করতে গিয়ে আমার শত্রু তৈরি হয়েছে। এটা সেই শত্রুদের ধারাবাহিকতার অপচেষ্টা। আমি দৃঢ়তার সাথে এ ধরনের অপকর্মের প্রতিবাদ জানাচ্ছি। এবং মিথ্যা বা প্রোপাগান্ডার এসব ভিডিও থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে এবং তারা এটি নিয়ে কাজ করছে— বলে জানিয়ে বিএফআইইউ প্রধান আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আমার প্রাণের প্রতিষ্ঠান। এর কোন অপমান যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা খুশি হবেন জেনে ইতিমধ্যে প্রকৃত অপরাধীকে ধরতে কাজ শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিগগিরই অপরাধীরা আইনের জালে আটকা পড়বেন বলে আমি আশাবাদী।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘বিএফআইইউ যেহেতু স্বায়ত্তশাসিত সংস্থা, তাই কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কোনো মন্তব্য করবে না।’

উল্লেখ্য, এ এফ এম শাহীনুল ইসলাম চলতি বছরের ১২ জানুয়ারি বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি সংস্থাটির উপপ্রধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত একটি বিশেষায়িত ইউনিট। মানিলন্ডারিং, সন্ত্রাসী অর্থায়ন ও গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার প্রতিরোধে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।

আমার বার্তা/এমই

পোশাক শিল্পে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজিএমইএ এর দৃঢ় অঙ্গীকার

জার্মানির উন্নয়ন সংস্থা জিআইজেড এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া কর্তৃক আয়োজিত এক গুরুত্বপূর্ণ মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপ

এবার এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনারের পদায়ন ও বদলি

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একযোগে ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে।

এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে মার্কিন কমার্শিয়াল কাউন্সিলরের সাক্ষাৎ

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ

এবার এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকামী দলের মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্টের পুনর্বাসন সহজ হবে

শিক্ষা সচিবকে ফুলেল শুভেচ্ছা মাউশি ও শিক্ষক নেতৃবৃন্দের

মাইলস্টোনের তিন শিক্ষক চিরস্মরণীয় হয়ে থাকবেন: ড. ইউনূস

বিপিএলে ফিক্সিং নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

রাষ্ট্রপতির কাছে পাকিস্তান হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

এইচএসসির শেষ দিনের পরীক্ষায় অনুপস্থিত ১০ হাজার ৮৬০ শিক্ষার্থী

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিকে হারালেন সোহান-হাসান মাহমুদরা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া আরও স্বচ্ছ হবে: শিক্ষা উপদেষ্টা

পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না: দেশে ফিরে ফখরুল

২৮ পদে লড়তে চান ৬৫৮ প্রার্থী, শেষ দিনে জমা ১০৬ ফরম

পোশাক শিল্পে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজিএমইএ এর দৃঢ় অঙ্গীকার

এবার এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনারের পদায়ন ও বদলি

বিসিবির দায়িত্ব নিয়েই দুর্নীতি দূর করার হুঙ্কার মার্শালের

দেশে প্রথম জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস

মেহেরপুর সীমান্তে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়ানোর বিষয়ে ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

কিছু ব্যক্তি নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে: দুলু

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ঘাটে ফিরেছে হাজারো ট্রলার

পাকিস্তানে ভয়াবহ বন্যার মধ্যেই ভূমিকম্প

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুইজনকে আটক