ই-পেপার বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

অকার্যকর নীতি ও আইন পরিবর্তনের পরামর্শ প্রধান উপদেষ্টার

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৫, ১৬:২১
আপডেট  : ৩০ জুলাই ২০২৫, ১৬:২৯
স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি-বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস / ছবি পিআইডি

অর্থনৈতিক খাতের যেসব নীতিমালা ও আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ বের করতে বলেছেন বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ জুলাই) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের জন্য করণীয় নিয়ে পরবর্তী বৈঠক আয়োজনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এই কাজগুলো করে যেতে হবে। যেসব নীতিমালা-আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ বের করতে হবে। এগুলো মৌলিক বিষয়। নিজেদের উত্তরণের জন্যই এ কাজগুলো আমাদের করে যেতে হবে।

এ ছাড়া চামড়া শিল্পের সংকট সমাধানে করণীয় সম্পর্কিত একটি পৃথক বৈঠক আয়োজনের জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি, এটার সঠিক মূল্যায়ন করিনি। এই শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ১৬টি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চারটি, শিল্প মন্ত্রণালয় তিনটি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দুটি, বাণিজ্য মন্ত্রণালয় তিনটি ও প্রধান উপদেষ্টার কার্যালয় চারটি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো-এর পূর্ণ বাস্তবায়নের জন্য কাজ করছে। ইতোমধ্যে ১৯টি সংস্থা যুক্ত হয়েছে। আরও সংস্থাকে যুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি, ট্যারিফ পলিসি ২০২৩ এর বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি।

আজকের সভায় তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান এবং ম্যান মেইড ফাইবার সম্পর্কিত কাঁচামাল ও এ শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান বিষয়েও আলোচনা হয়েছে।

সাভারে অবস্থিত ট্যানারি ভিলেজে স্থাপিত ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) পূর্ণমাত্রায় চালু করা, মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস্তবায়নাধীন এপিআই পার্ক পূর্ণমাত্রায় চালু করা ও ২০২২ সালে প্রণীত শিল্প নীতি হালনাগাদকরণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ।

আমার বার্তা/এমই

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণে এনবিআরের ব্যর্থতার কারণ

গত অর্থবছরও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঘাটতি থেকেছে প্রায়

সূচকের বড় উত্থানের মধ্য দিয়েই পুঁজিবাজারের লেনদেন চলছে

সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর

রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি ব্যাংক। প্রক্রিয়াটি এ বছরের দ্বিতীয় অংশে শুরু হয়ে

প্রকৃত আয়ের তুলনায় স্বল্প আয়ের মানুষদের ক্রয়ক্ষমতায় রয়েছে স্বল্পতা

মূল্যস্ফীতির চাপ কিছুটা কমায় চলতি অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে মজুরি ও পণ্যমূল্যের ব্যবধান আরো হ্রাস পেয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণা, আটক ২

এপিআই ও এক্সিপিয়েন্ট উৎপাদনে বাংলাদেশের আত্মনির্ভরশীলতা

সাদিক সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে

ঢামেক থেকে ভুয়া চিকিৎসক ও সহযোগী আটক

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় অপতথ্য ছড়াচ্ছে ফ্যাক্টওয়াচ

ছাত্রদল নেতা সৌরভ পাল বহিষ্কার, চারজনের কাছে ব্যাখ্যা তলব

‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’– স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ

এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণে এনবিআরের ব্যর্থতার কারণ

জার্মানির অলিম্পিক স্বর্ণজয়ীর মৃত্যু পাকিস্তানের কারাকোরামে

সূচকের বড় উত্থানের মধ্য দিয়েই পুঁজিবাজারের লেনদেন চলছে

শেখ হাসিনা-জয়সহ পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড

রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি

বাংলাদেশি হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন মুসলিম বাসিন্দারা

প্রকৃত আয়ের তুলনায় স্বল্প আয়ের মানুষদের ক্রয়ক্ষমতায় রয়েছে স্বল্পতা

তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জাতিকে একটি নতুন দিশা দেখাবে: সালাহউদ্দিন

নওগাঁ সীমান্তে নারীসহ দশ জনকে বিএসএফের ‘পুশ ইন’